নিজস্ব সংবাদদাতা,ঝাড়গ্রামঃ
বন্ধুদের সাথে পিকনিক করে বাড়ি ফেরার পথে পথদুর্ঘটনায় মৃত্যু হল ঝাড়গ্রাম পুরসভার প্রাক্তন কাউন্সিলর সহ তাঁর এক বন্ধুর ৷ ঝাড়গ্রাম পুরসভার তিন নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর মহাদেব মাহাতো (৩৬) ও তাঁর বন্ধু ব্যবসায়ী হারাধন দে (৩৫)-র মৃত্যু হয়েছে ।
ঘটনাটি ঘটেছে রবিবার বিকেল সাড়ে চারটা থেকে পাঁচটার মধ্যে বিনপুর ২ নম্বর ব্লকের বেলপাহাড়ি থানার অন্তর্গত নারায়ণপুর থেকে ধড়সা যাওয়ার রাস্তায় ।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে , এদিন প্রাক্তন কাউন্সিলর তার বন্ধুদের সাথে মোট ১৪ থেকে ১৫ জন দুটি গাড়িতে করে বেলপাহাড়ীর ঘাঘরাতে পিকনিক করার জন্য যায় ।
একটি গাড়িতে ১০ থেকে ১১ জন বন্ধু ছিল এবং অন্য একটি গাড়িতে প্রাক্তন কাউন্সিলর মহাদেব মাহাতো সহ মোট চারজন ছিল । বেলপাহাড়ি থেকে নারায়ণপুরের মোড় হয়ে ধড়সা যাওয়ার রাস্তা ধরতেই জঙ্গলের কাছে একটি বাঁকে নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা মারে মহাদেব মাহাতোর গাড়িটি বলে জানা যায় । অন্য গাড়িতে থাকা বন্ধুরা অনেক আগেই বিনপুর পেরিয়ে দহিজুড়ি পৌঁছে গিয়েছিল।
আরও পড়ুনঃ বিজেপির দলীয় পতাকা টাঙানোকে কেন্দ্র করে সংঘর্ষ কাঁথিতে,চরম উত্তেজনা
তাদের গাড়ি যখন দহিজুরি পৌঁছায় সেই সময় মহাদেব মাহাতোর গাড়িতে থাকা এক যুবক পথ দুর্ঘটনার কথা ফোন করে তাদের জানায় । তারপর সেখান থেকে মহাদেব মাহাতোর পাঁচ বন্ধু দুর্ঘটনাস্থলে ছুটে যায় । মহাদেব মাহাতোর গাড়ি উদ্ধার কার্যে এক প্রত্যক্ষদর্শী পিন্টু মাহাতো জানায় , “আমি গিয়ে দেখি মহাদেব মাহাতো এবং অন্য একজন গাড়ির বাইরে পড়ে রয়েছে । গাড়ির চালক হারাধন দে গাছে ধাক্কা মারার কারণে স্টিয়ারিং-র মধ্যে চিপে গেছে এবং অন্যজন অজ্ঞান অবস্থায় রয়েছে ।
আরও পড়ুনঃ ক্ষীরপাইয়ে প্রকাশ্যে এল বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব
আহত দুজনকে সাথে সাথে ঝাড়গ্রাম হাসপাতালে নিয়ে আসা হয় এবং গাড়ির চালক হারাধন দে কে গ্যাস কাটার দিয়ে গাড়ি কেটে উদ্ধার করতে হয়েছে । তারপর প্রাক্তন কাউন্সিলর মহাদেব মাহাতো-র মৃতদেহ এবং মহাদেবের বন্ধু অর্থাৎ গাড়ির চালক হারাধন দে কে সাদা কাপড়ে মুড়ে ঝাড়গ্রাম সুপার স্পেশালিস্ট হাসপাতলে নিয়ে আসা হয় ।”
মহাদেব মাহাতোর বাড়ি ঝাড়গ্রাম শহরের গাইঘাটা এলাকায় এবং হারাধন দে এর বাড়ি বাচুরডোবা এলাকায় । ঝাড়গ্রাম পুরসভার তৃণমূলের মেয়াদ শেষ হওয়ার পর মহাদেব মাহাতো একটি বেসরকারি আটা মিলে ম্যানেজারের কাজে নিযুক্ত ছিলেন । মহাদেব বিবাহিত এবং হারাধন দেও বিবাহিত ছিলেন । এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে ঝাড়গ্রামে ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584