ওয়েবডেস্কঃ
গতকাল সারা পৃথিবী জুড়ে প্রেমিক- প্রেমিকারা তাদের প্রিয়তম বা প্রিয়তমা কে প্রেম নিবেদনে ব্যস্ত । নিজেদের সামর্থ্য মত সস্তার গোলাপ থেকে শুরু করে ব্যয়বহুল উপহার দেওয়ার ব্যস্ততা, কোনো পার্কে বসে প্রেম।
সেরকমই তেলেঙ্গানার মেডঞ্চের ক্যান্ডলকোয়ায় অক্সিজেন পার্কে বসে ছিল এক প্রেমিক যুগল। তাদের ধরে জোরপূর্বক বিবাহ বন্ধনে আবদ্ধ করার অভিযোগ উঠল বিশ্ব হিন্দু পরিষদের যুব শাখা বজরং দলের বিরুদ্ধে। শুধু তাই নয় সেই ঘটনা ভিডিও করে তারা সোশ্যাল মিডিয়াতেও ছড়িয়ে দেয়।
উল্লেখ্য, তেলেঙ্গানার ৩০ টি বজরং দলের কর্মকর্তারা ভ্যালেন্টাইন ডে বিরোধী প্রচার চালিয়ে পার্ক ও শপিংমলগুলোতে হানা দেয়। বজরং দলের সদস্যরা পূর্বেই সর্তকতা জারি করেছিল যে ভ্যালেন্টাইন ডে তে তারা যত্রতত্র প্রেমিক-প্রেমিকাদের দেখলেই পাকড়াও করবে ।
নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91-9593666485
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91-9593666485