নিজস্ব সংবাদদাতা, স্পোর্টস ডেস্কঃ
মাস্টার স্ট্রোক বিসিসিআই-র। আইপিএল চলাকালীন ক্রিকেটারদের সঙ্গে তাঁদের পরিবারের সদস্যদের থাকার ব্যাপারে সিদ্ধান্ত ফ্র্যাঞ্চাইজিদের উপরই ছেড়ে দিতে চলেছে চলেছে তারা। এই ব্যাপারে যদি অনুমতি না দিত বোর্ড তাহলে ক্রিকেটারদের চোখে খারাপ হত। আর দিলে বিতর্ক হত। যেখানে লোক সীমিত যাচ্ছে আইপিএলে সেখানে ভিড় বাড়ানো কেন। তাই শ্যাম আর কুল কিছুই রাখলো না বোর্ড কর্তারা।
সংযুক্ত আরব আমিরশাহিতে প্রবেশের আগে সমস্ত ক্রিকেটারকে কোভিড-১৯ টেস্টে নেগেটিভ হতে হবে। তারপরও আইপিএল শুরুর আগে দুই সপ্তাহে চার বার ক্রিকেটারদের করোনা পরীক্ষা হবে। প্রত্যেক ক্রিকেটারকে থাকতে হবে বোর্ডের নিয়মবিধি মেনে। কিন্তু ক্রিকেটারদের সঙ্গে স্ত্রী বা পরিবার থাকবে কি না, তা নিয়ে ভাবনাচিন্তা করতে চাইছে না বোর্ড।
আরও পড়ুনঃ ফেঁসে গেলেন ভারত অধিনায়ক, বিরাটের বিরুদ্ধে মামলা উঠলো গ্রেফতার করার দাবীও
প্রতি আইপিএলেই ক্রিকেটারদের সঙ্গে পরিবারের সদস্যরা থাকেন। কিন্তু এবারের আইপিএল অন্যান্য বারের চেয়ে আলাদা। করোনাভাইরাসের সংক্রমণ এড়ানোর জন্য ‘বায়ো-সিকিউর’ পরিবেশে খেলা হবে আইপিএল। তাই বিতর্কে জড়াল না বিসিসিআই। এমনিতে স্পনসর আকাল খরচ কমাতে চাইছেন তারা। প্রত্যেক ফ্র্যাঞ্চাইজিদের তাই ক্রিকেটারদের পরিবারদের সঙ্গে নিয়ে যাওয়ার অনুমতি দেওয়ার সম্ভাবনা খুব কম।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584