বহরমপুরে সৌমিকের হাত ধরে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ

0
59

নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ

শুক্রবার বহরমপুরের খাগড়াঘাট রোড এলাকায় যুবনেতা সৌমিক হোসেনের নিজ বাসভবনের পাশে এক বিশাল যোগদান পর্ব অনুষ্ঠিত হল এদিন। যুবনেতা এবং চারটি ব্লকের কোঅর্ডিনেটর সৌমিক হোসেনের নেতৃত্বে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী এবং রাজ্য যুবনেতা অভিষেক ব্যানার্জীর অনুপ্রেরণায় প্রায় ৪ হাজার জন ব্যক্তি আজকে তৃণমূলে যোগদান করেন।

tmc members | newsfront.co
নিজস্ব চিত্র

যোগদান পর্বে বিশিষ্ট মুখ হিসেবে ছিলেন নীলরতন আঢ্য এবং বিজেপি থেকে আগত বিশ্বরূপ ঘোষ যিনি বিজেপিতে উত্তর টাউন সভাপতি রুপে ছিলেন। এনার সাথে বিজেপির বেশকিছু কর্মী এবং সেইসঙ্গে বহরমপুর ও পারিপার্শ্বিক বিভিন্ন এলাকা থেকে প্রায় ৪০০০জন যুবকেরা আজকে যোগদান করলেন।

আরও পড়ুনঃ টানা লকডাউন চাইছে না ফালাকাটাবাসী

এ বিষয়ে যুবনেতা সৌমিক হোসেন জানান, “বাংলায় অস্থির পরিবেশ করার সৃষ্টি করছে বিজেপি। কোনরকম উন্নয়নমূলক কাজ না করে খালি মিথ্যের আশ্রয় নিয়ে চলে, আর সেই কারণেই আজ এত জন তৃণমূল কংগ্রেসে যোগদান করলো।” এ বিষয়ে বিজেপি থেকে আগত, বিশ্বরূপ ঘোষ জানান “বিজেপির হয়ে এতদিন থেকে কোন রকম কাজ করতে পারিনি।

tmc party member | newsfront.co
নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ ঝাড়গ্রামে যুবশক্তি কর্মসূচিতে সোহম

বিজেপিতে বিভেদের রাজনীতি চলছে। নিজেদের মতো করে মানুষের সেবা করতে পারিনি। বিজেপির মধ্যে যে গোষ্ঠী কোন্দল চলছে তা ঠিক হওয়ার কোন সম্ভাবনা নেই। আর সে কারণেই আজ তৃণমূল কংগ্রেসে যোগদান।”

তিনি এও জানান বিজেপিতে তিনি কোনদিন স্বাধীন ভাবে কাজ করতে পারেননি বরং কোন কিছু করতে গেলে বারংবার সকলের কাছে অনুমতি নিতে হয়েছে। তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জী এবং সেইসঙ্গে যুবনেতা অভিষেক ব্যানার্জীর তত্ত্বাবধানে তিনি স্বাধীনভাবে ভাবে কাজ করতে পারবেন এমনটাই আশা করছেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here