অঞ্জন চ্যাটার্জী, স্পোর্টস ডেস্কঃ
হ্যামস্ট্রিংয়ের চোট সারিয়ে আইপিএলে দুটো ম্যাচ খেলে ফেলেছেন টিম ইন্ডিয়ার হিটম্যান। মঙ্গলবার ফাইনালেও মুম্বই ইন্ডিয়ান্সকে নেতৃত্ব দেবেন। বিসিসিআই সভাপতি সর্বতোভাবে চেষ্টা করছে রোহিত শর্মাকে অস্ট্রেলিয়া সফরে পাঠাতে।
বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় আশাবাদী, ওয়ানডে, টি-টোয়েন্টি সিরিজে যদি নাও হয়, ১৭ ডিসেম্বর থেকে টেস্ট সিরিজে রোহিতকে নিশ্চিতভাবে পাওয়া যাবে।
মুম্বই ইন্ডিয়ান্স ও ভারতীয় দলের ফিজিও রোহিতের চোট পরীক্ষা করে সন্তুষ্ট। বোর্ড সূত্রে খবর, ১২ই নভেম্বর বাকি দলের সঙ্গেই রোহিতকে অস্ট্রেলিয়ায় পাঠানো হবে।
আরও পড়ুনঃ অস্ট্রেলিয়াতে শেষ দুই টেস্ট নাও খেলতে পারেন বিরাট
বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় জানান, “সীমিত ওভার না হলেও টেস্ট সিরিজে খেলানো হবে রোহিতকে কারণ অস্ট্রেলিয়া, ইংল্যান্ডের টেস্ট সিরিজ বেশি গুরুত্বপূর্ণ হয় শুধু রোহিত শর্মা নন। ইশান্ত শর্মাকেও টেস্ট সিরিজে পাওয়া যাবে। ইশান্তের চোট গুরুতর নয়। বোর্ডের ফিজিওর তত্ত্বাবধানে রয়েছে। টেস্ট সিরিজে খেলবে ইশান্ত।“
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584