ঈশ্বরের ১৩০ তম তিরোধান দিবসে বিনম্র শ্রদ্ধা

    0
    120

    নবনীতা দত্তগুপ্ত

    আজ ২৯ জুলাই। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের আজ ১৩০ তম মৃত্যুবার্ষিকী। ১৮৯১ সালে আজকের দিনে বাঙালিকে যার পর নাই শিক্ষিত করার চেষ্টা এবং সাফল্যের ধারাপাত বন্ধ করে অমরলোকে পাড়ি দেন তিনি।
    ভারতের নবজাগরণের অন্যতম পথিকৃৎ ছিলেন তিনি।

    Vidyasagar | newsfront.co

    তথাকথিত কুসংস্কারের বিরুদ্ধে সদর্পে রুখে দাঁড়িয়েছিলেন তিনি। ধর্মীয় কুসংস্কারের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন তিনি। নারী শিক্ষা, বিধবা বিবাহের সমর্থক ছিলেন বিদ্যাসাগর মহাশয়। বিধবা বিবাহ চালু হয় তাঁর তৎপরাতেই। এহেন মহামানবের জন্ম দ্বিশতবার্ষিকীও চলছে এখন।

    জন্মের পর মানুষ যেমন প্রথম মা ডাক শেখে, তেমনি লেখাপড়া শুরু করার প্রথম ধাপেই বাঙালির কাছে মাতৃসমান এই মানুষটি। অথচ তাঁকে নিয়ে আলাদা করে কোনও বাংলা ধারাবাহিক আজও এল না নজরে। তবে, ‘রানী রাসমণি’ ধারাবাহিকে দেখা মিলছে এই মহান মানুষটির।

    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের জীবনচরিত জ্ঞাত নয় এমন মানুষ বিরল। আজ এত বছর পার হয়ে গেলেও তাঁকে আদর্শ মনে করে বাঁচে বাঙালি। তাঁর প্রতি রইল নিউজ ফ্রন্ট-এর তরফ থেকে বিনম্র শ্রদ্ধা। তাঁর দেখানো পথের পথিক হতে চায় নিউজ ফ্রন্ট পরিবার।

    নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
    WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
    আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here