বিশ্বজিৎ সরকার,দার্জিলিংঃ
রবিবার শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত নকশালবাড়ি ব্লকের আলোর পথ যাত্রী নামক স্বেচ্ছাসেবী সংস্থা ও নকশালবাড়ি বিডিও অফিসের উদ্যোগে ওই এলাকার উপর দিয়ে বইয়ে চলা বাতারিয়া নদীকে দূষণ মুক্ত করে এগিয়ে এলেন।
এদিন নদীকে দূষন মুক্ত করতে নিজেই নদীতে নেমে আবর্জনা পরিষ্কার করেন নকশালবাড়ির বিডিও বাপি ধর।এর পাশাপাশি সামনেই বর্ষা তাই ডেঙ্গুর প্রকোপ থেকে বাঁচতে বিভিন্ন রকম সচেতনা মূলক বার্তা তুলে ধরা হয় সাধারণ মানুষের মধ্যে।
আরও পড়ুনঃ বিপ্লব কি বিজেপিতে?- জল্পনা দক্ষিন দিনাজপুরে
এই বিষয়ে আলোর পথ যাত্রী নামক স্বেচ্ছাসেবী সংস্থার সদস্য বলেন যে,বাতারিয়া নদীর মধ্যে বিভিন্ন রকম আবর্জনা ফেলে নদীটিকে দূষণ করা হচ্ছে।তার ফলে নদীর যে গতিধারাতে
বিঘ্ন ঘটছে।তাই আমরা চেষ্টা করছি যাতে নদীটি যাতে দূষণ মুক্ত রাখা যায় তার জন্য এই উদ্যোগ।যদিও এই উদ্যোগে খুশি নকশালবাড়ির বাসিন্দারা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584