কুসংস্কার সচেতনতায় পথে নেমে প্রচারে রানীনগর ২ ব্লকের বিডিও

0
207

নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ

বেশ কিছুদিন থেকে একনাগাড়ে বৃষ্টির ফলে রানীনগর ২ ব্লকের বিভিন্ন জায়গায় জল জমেছে। যার ফলে উপদ্রব বেড়েছে সাপের। সেই সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে সাপে কামড়ানো রোগীর সংখ্যা।

BDO | newsfront.co
প্রচারে বিডিও। নিজস্ব চিত্র

রোগীর আত্মীয় পরিজন রোগীকে নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে না নিয়ে গিয়ে ওঝার কাছে নিয়ে ঝাড়ফুঁক করাচ্ছে । যার ফলে গত পরশুদিন সাপের কামড়ে এক ব্যক্তি কে রাণীনগর থানা এলাকার রাজাপুর গ্রামের রুহুল আমিন নামে এক ওঝার কাছে নিয়ে গেলে তিনি ঝাড়ফুঁক করে দেন।

Villagers | newsfront.co
নিজস্ব চিত্র

পরবর্তীতে সাপে কামড়ানো ঐ রোগীর শারীরিক অবস্থার অবনতি হলে পরিবারের লোকজন তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। পরবর্তিতে ঐ রোগীর মৃত্যু হয়। এরপরে নড়েচড়ে বসে রানীনগর ২ ব্লক প্রশাসন।

আরও পড়ুনঃ পূর্ব মেদিনীপুরে এসইউসিআই-র বিক্ষোভ

Partha Chakraborty | newsfront.co
পার্থ চক্রবর্তী

আজ রানীনগর ২ ব্লকের বিডিও পার্থ চক্রবর্তী ও জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ বেনহুর ইসলামের নেতৃত্বে একটি দল রাজাপুর গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন গ্রামে গিয়ে কুসংস্কারের বিরুদ্ধে, ঝাড়ফুঁকের বিরুদ্ধে সাধারণ মানুষকে সচেতন করার জন্য ক্যাম্পেইন করেন। যারা স্থানীয় ওঝা আছে তাদের উদ্দেশ্যে ঘোষণা করা হয়, তারা যেন এরপর আর সাপে কাটা রোগীর কোন ঝাড়ফুঁক না করে।

আরও পড়ুনঃ রাহুল গান্ধীর ওপর হামলার প্রতিবাদে কান্দিতে কংগ্রেসের পথ সভা

তাদের সঙ্গে সঙ্গে নিকটবর্তী স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা হয় সে বিষয়ে জনসাধারণের দৃষ্টি আকর্ষণ করেন বিডিও পার্থ চক্রবর্তী। তিনি আরো জানান, কোন ওঝা সাপে কাটা আক্রান্তের ঝাড়ফুঁক করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here