মাথাভাঙায় করোনামুক্তদের পাশে বিডিও

0
46

মনিরুল হক, কোচবিহারঃ

গোটা বিশ্ব জুড়ে কাঁপিয়ে বেড়ানো করোনা ভাইরাসকে পরাস্ত করে সুস্থ হয়েছেন অনেকেই । কিন্তু অসচেতন প্রতিবেশীদের সামাজিক অস্পৃশ্যতায় একরকম হার মেনে নিজেদের ঘরের মধ্যেই গুটিয়ে রাখতে হচ্ছে, এক দুজন নয়, মাথাভাঙা ১ নম্বর ব্লকের শিকারপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় বেশ কয়েকজনকে কার্যত একঘরে করে দেওয়া হয়েছে। শহরে যাওয়ার জন্য কোন টোটোতে উঠতে পারছেন না।

people | newsfront.co
নিজস্ব চিত্র

দোকানে গেলে বাঁকা চোখে দেখা হচ্ছে। হাটে বাজারে গিয়েও মানুষজনের কথা শুনতে হচ্ছে করোনাকে জয় করে আসা ব্যক্তিদের ৷শুক্রবার লকডাউনের মধ্যেই এমন খবরে উদ্বিগ্ন হয়ে সেই শিকারপুর এলাকায় হাজির হলেন মাথাভাঙা ১ নম্বর ব্লকের বিডিও সম্বল ঝা। করোনা থেকে মুক্ত হওয়া সেখানকার প্রত্যেক বাসিন্দার বাড়িতে গিয়ে সামাজিক অস্পৃশ্যতা নিয়ে কি সমস্যা হচ্ছে, তার খোঁজ খবর নিলেন। পরে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে জানালেন , করোনায় আক্রান্ত হওয়া রোগীরা এখন সুস্থ হয়েছেন।

আরও পড়ুনঃ স্বাস্থ্যবিধি শিকেয়! মালদহ থেকে ভিনরাজ্যে পাড়ি পরিযায়ীদের, অভিযোগ টাকা লেনদেনেরও

তারা করোনা যুদ্ধে জয়ী হয়েছেন। কিন্তু এখন তাদেরকে এক শ্রেণীর মানুষ বাঁকা চোখে দেখছেন। টোটো বা অটোতে যাতায়াত করতে বাধা দিচ্ছেন অথবা কথা বলতে দ্বিধা বোধ করছেন। তারা এখন সমাজে অস্পৃশ্য। এমন খবর পেয়ে করোনা মুক্ত মানুষজনদের সাথে কথা বলতে এসেছেন ব্লক উন্নয়ন আধিকারিক। এরপরেও কোন সমস্যা হলে তাঁকে জানানোর জন্যও করোনা মুক্তদের বলে এসেছেন।

আরও পড়ুনঃ পুলিশ সুপারের নামে ফেসবুকে ভুয়ো অ্যাকাউন্ট, তদন্তে সাইবার সেল

তিনি বলেন, “রোগের সাথে আমাদের লড়াই কিন্তু রোগীর সাথে নয়, এই শ্লোগানকে বাস্তবায়িত করতেই হবে।”বিডিও সম্বল ঝায়ের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন করোনা যুদ্ধে জয়ী ব্যক্তি এবং তাদের আত্মীয় পরিবার পরিজনরা। করোনায় আক্রান্ত হয়ে সুস্থ হয়ে ওঠা এক ব্যক্তি বলেন, “ বিডিও শুরু থেকে যেভাবে আমাদের খোঁজখবর নিয়েছেন এবং শেষ অবধি আমাদের পাশে থাকছেন, এটা আমাদের অনেক বড় পাওনা।কিছু ঘটনায় মানসিকভাবে আমরা ভেঙে পড়েছিলাম ঠিকই। কিন্তু আজ বিডিও সাহেব খোঁজখবর নেওয়ার পর নিজেকে অনেকটাই মানসিক ভাবে চাঙ্গা মনে হচ্ছে।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here