নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ
ঝড় শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি কালচিনি ব্লকের সেণ্ট্রাল ডুয়ার্স চা বাগান ও খোকলা এলাকায়।
ঝড়ে এলাকায় এক হাজারের বেশি ঘর ভেঙে গেছে সংখ্যাটা বাড়তে পারে ।গতকাল সন্ধ্যায় কালচিনি ব্লকে জয়গাঁ ১ নং গ্ৰামপঞ্চায়েতে খোকলা এলাকা ও চুয়াপাড়া গ্ৰাম পঞ্চায়েতে সেণ্ট্রাল ডুয়ার্স চা বাগানে প্রচুর ক্ষয়ক্ষতি হয় বড় বড় শিল পড়ায় এলাকার প্রত্যেক মানুষের ঘর ব্যাপক ক্ষতি হয়েছে। এদিকে সেণ্ট্রাল ডুয়ার্স চা বাগানে প্রায় এক হাজারের মত শ্রমিক আবাসন ভেঙে গেছে , পাশাপাশি খোকলা বস্তিতে প্রায় ৫০০ বেশি ঘর ভেঙ্গেছে ।
বহু মানুষ আহত, কারো মাথায় শিল পড়ায় মাথা ফেটে গেছে কারো হাতে কারো বা পায়ে চোট লাগেছে।
আরও পড়ুনঃ কালচিনিতে ব্যাপক শিলাবৃষ্টি
সোমবার সকালে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন কালচিনি বিডিও ভূষণ শেরপা, আলিপুরদুয়ার জেলা পরিষদের সদস্য গণেশ মাহালি।
কালচিনির বিডিও ভূষণ শেরপা জানান,”যে আপাতত ক্ষতিগ্রস্তদের ত্রিপল ও জিআর প্রদান করবার ব্যাবস্থা করা হচ্ছে।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584