আবাস যোজনায় অসমাপ্ত ঘর পরিদর্শনে বিডিও

0
84

শ্যামল রায়,কালনাঃ
শুক্রবার কালনা ২ নম্বর ব্লকের অধীন বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে বাংলা আবাস যোজনায় বরাদ্দকৃত ঘর যে সমস্ত গ্রাহক এখনও সম্পূর্ণ করতে পারেনি তাদের ঘরগুলো পরিদর্শন করেন সমষ্টি উন্নয়ন আধিকারিক মিলন দেব ঘড়িয়া।

এদিন পিঞ্জিরা গ্রাম পঞ্চায়েতের পাথরঘাটা গ্রামে অসমাপ্ত ঘরগুলো পরিদর্শন করেন তিনি,সমস্ত গ্রাহকদের জানিয়ে দেন যে অসমাপ্ত ঘর গুলো যদি সম্পূর্ণ না করা হয় তাহলে তাদের বরাদ্দকৃত অর্থ ফেরত দিতে হবে।এছাড়াও যারা অর্থ পাওয়ার পরেও ঘর শুরু করেন নি তাদের কেউ দ্রুত ঘর তৈরি কাজ শুরু করতে হবে।

সমষ্টি উন্নয়ন আধিকারিক মিলন দেব ঘড়িয়া। নিজস্ব চিত্র

জানা গিয়েছে যে পিঞ্জিরা গ্রাম পঞ্চায়েতে ১৬-১৭আর্থিক বর্ষে ঘর প্রাপকের সংখ্যা ছিল ২৭৩ জন এর মধ্যে ১৬ জন গ্রাহক ঘর এখনও সম্পূর্ণ করতে পারেনি অন্যদিকে এই গ্রাম পঞ্চায়েত এই ১৭-১৮ আর্থিক বর্ষে গ্রাহকের সংখ্যা ৩৮৯ জন এখন পর্যন্ত ৫৭জন ঘর করতে পারেনি।
এছাড়াও ব্লক জুড়ে ঘর প্রাপকদের সংখ্যা  ১৭-১৮ আর্থিক বর্ষে  ঘর প্রাপকের সংখ্যা ১১০০জন।এর মধ্যে ২৮ জন এখনো পর্যন্ত ঘর শুরু করতে পারেনি এছাড়াও ১৭-১৮আর্থিক বর্ষে ঘর প্রাপকের সংখ্যা ১৩০৭ জন এর মধ্যে ১১৩ জন এখনো পর্যন্ত ঘর শুরু করতে পারেনি।
এদিন ঘর পরিদর্শনকালে উপস্থিত ছিলেন জি আর এস সুদীপ মন্ডল, পঞ্চায়েত সদস্য ইন্দ্রজিৎ ঘোষাল ও রথিন ভট্টাচার্য সহ অনেকে।
তবে ঘর পরিদর্শনকালে গ্রাহকদের সাথে কথা বলেছেন বিডিও মিলন দেব গড়িয়া,তিনি সকলের কাছে আবেদন ডেকেছেন যত দ্রুত সম্ভব অসমাপ্ত ঘরগুলোর কাজ শেষ করতে হবে।

আরও পড়ুনঃ জেলা পুলিশ সুপার থেকে সি আই ডি দফতরে

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here