পিয়ালী দাস,বীরভূমঃ
ব্লক অফিসে নব নির্মিত বাংলা আবাস যোজনার মডেল বাড়িতে বি.ডি.ও-র পোষ্য কুকুরকে রাখা নিয়ে বিতর্ক।ঘটনাটি বীরভূমের সিউড়ি ১ নম্বর ব্লকের।এই বিষয়ে প্রকাশ্যে কোনও কর্মী মুখ খুলতে না চাইলেও একান্তে তাঁরা ক্ষোভ প্রকাশ করছেন।বীরভূমের সিউড়ি ১ নম্বর ব্লকের বি.ডি.ও হিসেবে সদ্য দায়িত্ব নিয়েছেন শিবাশিস সরকার। তাঁর একটি ডোবারম্যান প্রজাতির কুকুর রয়েছে।
ব্লক অফিসে নির্মিত বাংলা আবাস যোজনায় মডেল বাড়িই এখন ঠিকানা হয়ে উঠেছে ওই পোষ্যর।আবাস যোজনা প্রকল্পের বিষয়ে জানতে,বাড়ির নকশা সম্পর্কে জানতে ব্লক অফিসে প্রতিদিনই প্রচুর লোকজন আসেন। তাই আবাস যোজনার বাড়ি কেমন হবে তা যাতে তারা আগে থেকেই দেখতে পারেন তার জন্য এই মডেল বাড়ি নির্মাণ করা হয়েছে।প্রকল্পে স্বচ্ছতা, পরিচ্ছন্নতা আনার লক্ষ্যেই এই উদ্যোগ। প্রয়োজনে বিভিন্ন সরকারি কাজের জন্যও ব্যবহার করা যায় এই বাড়ি।তবে সিউড়ি ১ নম্বর ব্লকের ক্ষেত্রে ভবনটি ফাঁকা পড়ে রয়েছে দীর্ঘদিন ধরেই।কোনও কাজে লাগানো হয়নি বাড়িটিকে। তাই সেখানে রাখা হয়েছে বি.ডি.ও-র পোষা কুকুর।এমনকী জানা যাচ্ছে, ব্লক অফিসের দুই অস্থায়ী কর্মী সেই কুকুরের দেখভাল করেন।আর এনিয়ে বিতর্ক তৈরি হয়েছে।বিষয়টি নিয়ে সিউড়ি ১ নম্বর পঞ্চায়েত সমিতির সহসভাপতি স্বর্ণ সিংহ বলেন, “আমি বিষয়টা জানতাম না। এই বিষয়ে বি.ডি.ও-র সাথে কথা বলব।” বি.ডি.ও শিবাশিস সরকার বলেন, “বাড়িটি ফাঁকা ছিল। তাই আমার কুকুরকে রেখেছিলাম। সরিয়ে নেব।”
আরও পড়ুনঃ ইলেকট্রিক তার ছিঁড়ে বিঘ্নিত রেল চলাচল
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584