বিজেপি কর্মীদের মারধর,অভিযোগের তীর তৃণমূলের দিকে

0
67

শ্যামল রায়,কালনাঃ

কালনা মহকুমার পূর্বস্থলী এক নম্বর ব্লকের বগপুর গ্রাম পঞ্চায়েতের জাকর গ্রামে বিজেপির তিন কর্মীকে প্রচন্ড ভাবে মারধর করার অভিযোগ উঠল তৃণমূলের দুষ্কৃতীদের বিরুদ্ধে। বিজেপি তরফ থেকে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।আহতরা হলেন রামপ্রসাদ সাঁতরা,তারক সাঁতরা ও রীতা সাঁতরা। মারাত্মকভাবে জখম তিন বিজেপি কর্মীকে কালনা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন।

চিকিৎসাধীন আহত বিজেপি কর্মী। নিজস্ব চিত্র

পূর্বস্থলী ৩৫ নম্বর মণ্ডল কমিটির সভাপতি বিধান ঘোষের অভিযোগ যে শুক্রবার রাত দশটা নাগাদ ভারতীয় জনতা পার্টির মহিলা মোর্চা সভানেত্রী পূর্ণিমা সাঁতরার বাড়িতে হামলা চালায় এবং তার স্বামী রামপ্রসাদকে ধারালো অস্ত্র দিয়ে মাথায় কোপায়,সেই সাথে তারক সাহা এবং রিতা সাঁতরা কেও প্রচন্ড ভাবে মারধর করে। বিধান ঘোষ অভিযোগ করেছেন যে তৃণমূল কংগ্রেসের আশ্রিত দুষ্কৃতীরা এই মারধর করেছে।তিনি আরো অভিযোগ করেছেন যে “দিনের পর দিন তৃণমূলের পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে তাই তৃণমূলের কর্মী নেতারা আতঙ্কিত হয়ে বিজেপির কর্মী নেতাদের উপর এই ধরনের হামলা করছে। আমরা জনগণের সাথে নিয়ে এই হামলার প্রতিবাদে সরব হব। আগামী লোকসভা নির্বাচনকে তৃণমূলের নেতাকর্মীরা ভয় পাচ্ছে তাই আমাদের উপর এই ধরনের হামলা করছে প্রতিদিন।এছাড়াও পুলিশ দিয়ে মিথ্যা ভাবে আমাদের কর্মী-সমর্থকদের কেস দিয়ে হাজতে ঢুকিয়ে দিচ্ছে।”
হামলার ঘটনার কথা অস্বীকার করা হয়েছে তৃণমূলের পক্ষ থেকে।স্থানীয় তৃণমূল নেতারা অভিযোগ করেছেন যে “বিজেপির গোষ্ঠী কোন্দলের জেরে এই ধরনের হামলা সংঘটিত হয়েছে এই ঘটনার সঙ্গে তৃণমূলের কোন কর্মী সমর্থক আদৌ যুক্ত নয় রাজ্যের উন্নয়ন দেখে বিরোধীরা ভয় পেয়ে মিথ্যা অপপ্রচার করছে আমাদের নামে।মানুষ জানেন বোঝেন তাই তৃণমূলের প্রতি অগাধ বিশ্বাস এবং উন্নয়নের পক্ষে রয়েছেন বিজেপি আদৌ কিছু করতে পারবে না।”
পুলিশ সূত্রে খবর যে লিখিত অভিযোগ হয়েছে বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুনঃ পঁচিশ কেজি গাঁজা সহ গ্রেফতার এক

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here