সুদীপ পাল, বর্ধমানঃ
বাড়িতে বাড়িতে গিয়ে বর্তমান রাজ্য সরকারের প্রকল্পগুলি সম্পর্কে মানুষকে সচেতন করতে হবে। পদ নিয়ে বাড়িতে ঘুমিয়ে থাকলে হবে না। লোকসভা ভোটের সময় বাড়ি বাড়ি গেলে রাজ্যে বিজেপি জাগত না – বর্ধমানের সংস্কৃতি লোকমঞ্চ কিষান তৃণমূলের এক সভায় এমনই দাবি করলেন সংগঠনের রাজ্য সভাপতি তথা তৃণমূল বিধায়ক বেচারাম মান্না।
তিনি পরামর্শ দেন, মমতা বন্দ্যোপাধ্যায় কৃষকদের জন্য নানা ধরনের প্রকল্প নিয়ে এসেছে সেই প্রকল্পগুলি সম্পর্কে মানুষকে জানাতে হবে। প্রতিটি ব্লকের সামনে ফ্লেক্স দিয়ে, পয়সা না থাকলে খবরের কাগজের উপর লালকালি দিয়ে লিখতে হবে ‘কৃষক বন্ধু প্রকল্পের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ’। তাঁর বক্তব্য শেষ হতেই প্রতিনিধিদের অনেকেই সহায়ক মূল্যে ধান দিয়েও দাম না পাওয়ার অভিযোগ করেন। এক্ষেত্রে বেচারামবাবু খাদ্য দপ্তরের সাথে কথা বলবেন বলে জানান।
আরও পড়ুনঃ মাছ বোঝাই পিকআপ ভ্যান উল্টে আহত ৩
এদিনের সভা থেকে গলসির বিধায়ক অলোক মাজি ও বর্ধমান ১ ব্লকের এক যুব নেতাকে সংগঠনের কার্যকরী সভাপতি নিয়োগ করেন বেচারাম মান্না। সংগঠনের পূর্ব বর্ধমানের সভাপতি তথা কেতুগ্রাম কেতুগ্রামের বিধায়ক শেখ শাহনেওয়াজ বলেন, চাষীদের স্বার্থে তাঁরা কথা বলবেন। মমতা বন্দোপাধ্যায়ের উন্নয়নের সুফল তাঁরা পৌঁছে দেবেন।
সভায় উপস্থিত ছিলেন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ সহ অন্যান্য বিধায়করা।বাড়ি বাড়ি যাবার পরামর্শ বিধায়কের।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584