মানুষকে সচেতন করার জন্যই মেলা বলে উল্লেখ বেচারামের

0
66

কার্ত্তিক গুহ,ঝাড়গ্রামঃ

Becharam mentioned that it is fair to make people aware
নিজস্ব চিত্র

বিরোধীরা মেলা করে কোমর দুলিয়ে নাচ করার জন্য,আর আমরা মেলা করি সচেতন করবার জন্য। বিরোধীদের এভাবেই কটাক্ষ করলেন তৃণমূল কিষান খেতমজুরের রাজ্য সভাপতি বেচারাম মান্না।তিনি আরও বলেন,দেখবেন কৃষিমেলা সেখানে কৃষকদের সচেতন করার জন্য কৃষকের কি অধিকার কৃষকদের কি সরকারের কাছে প্রাপ্য এবং কৃষক কিভাবে উন্নত প্রযুক্তি ব্যাবহার করে চাষ করবে।আর খেলা হচ্ছে শান্তি শৃঙ্খলার পথ প্রদর্শক।বিজেপির রাজ্যসভাপতি দীলিপ ঘোষ সম্পর্কে বলেন, উনার কথার উত্তর দেওয়ার দরকার নেই ,উনি যে ভাবে আমাদের নেতা নেত্রী দের সম্বন্ধে বাজে ভাষা বলছেন তাই ওর উত্তর দেওয়ার আমাদের মত মানুষের অনুচিত।
আজ রবিবার তৃণমূলের কিষান ক্ষেতমজুর সংগঠনের পক্ষ থেকে ১৯শে জানুয়ারী মুখ্যমন্ত্রীর ডাকে বিগ্রেড সমাবেশ সফল করার জন্য ঝাড়গ্রাম জেলার গিধনিতে একটি মিছিল হয়।তাতে উপস্থিত ছিলেন বেচারাম বাবু।তিনি ছাড়াও জেলার অর্জুন হাঁসদা,জাম্বনী ব্লকের কর্মাধক্ষ্য জীতেন চৌধুরী,অশোক মহাপাত্র প্রমুখ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: কেশিয়াড়ি হবে বিজেপির শেষযাত্রা বলে উল্লেখ শুভেন্দুর

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here