নিজস্ব সংবাদদাতা, মালদহঃ
লকডাউনে এই মুহূর্তে মালদহ জেলার বিভিন্ন বিড়ি ফ্যাক্টরিতে প্রায় ১৫০ কোটি বিড়ি মজুত হয়ে পড়ে রয়েছে। বিড়ি মালিকদের আশঙ্কা, আর কিছুদিন এই বিড়ি মজুত অবস্থায় পড়ে থাকলে সেগুলি নষ্ট হয়ে যাবে।
এই পরিস্থিতিতে আগামীদিনে কালিয়াচকের তিনটি ব্লক সহ মালদহ জেলার চার লক্ষাধিক বিড়ি শ্রমিক চরম সংকটের মধ্যে পড়তে চলেছেন।
আরও পড়ুনঃ মুমূর্ষ রোগীদের জন্য ওষুধ পৌঁছতে অভিনব উদ্যোগ জেলা পরিষদের
প্রশ্নের মুখে পড়তে চলেছে তাঁদের জীবিকা। মালিকদের অভিযোগ, লকডাউন হওয়ার পর থেকে তাঁরা কোনও বিড়ি বাজারজাত করতে পারেননি।
এর ফলে বিভিন্ন কোম্পানিতে তিন থেকে চার কোটি করে বিড়ি মজুত হয়ে রয়েছে। মালদহ জেলায় প্রায় ৬০টি বিড়ি ফ্যাক্টরি আছে। সব মিলিয়ে ফ্যাক্টরিগুলিতে মজুত বিড়ির পরিমাণ ১৫০ কোটির বেশি। লকডাউনের কোপে জেলার প্রায় চার লক্ষ বিড়ি শ্রমিক তাঁদের রোজগার হারানোর আশঙ্কা করছেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584