প্রার্থী ঘোষণার আগেই দেওয়াল লিখন

0
262

পিয়ালী দাস,বীরভূমঃ

Before Candidate announcement writing on wall
এই সেই দেওয়াল লিখন।নিজস্ব চিত্র

লোকসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণা হয়েছে।১১ এপ্রিল থেকে শুরু হচ্ছে ভোট। রাজ্যে ভোট হবে সাত দফায়। এখনও প্রার্থী তালিকা প্রকাশ করেনি তৃণমূল কংগ্রেস।কিন্তু, তার আগেই বোলপুরের তৃণমূল নেতা অসিত মালের নামে দেখা গেল দেওয়াল লিখন। ঘটনাটি বোলপুর পৌরসভার চার নম্বর ওয়ার্ডের।

কিছুদিন ধরেই অনুব্রত মণ্ডলের বিভিন্ন সভায় দেখা যাচ্ছিল তৃণমূল নেতা অসিত মালকে। হাসন বিধানসভা কেন্দ্র থেকে দীর্ঘদিন কংগ্রেসের হয়ে লড়েছেন। পরে যোগ দেন তৃণমূলে।গত বিধানসভা নির্বাচনে তৃণমূলের টিকিটে দাঁড়িয়ে কংগ্রেস প্রার্থী মিলটন রসিদের কাছে পরাজিত হন।

আরও পড়ুনঃ শিলিগুড়িতে গ্রেফতার ভুয়ো চাকরিপ্রার্থী পরীক্ষার্থী

এবার তাঁকে বোলপুর লোকসভা কেন্দ্রে প্রার্থী করা হবে বলে জল্পনা চলছিল।এমন কী,দল থেকে বহিষ্কৃত সাংসদ অনুপম হাজরা আগেই টুইটারে ওই কেন্দ্রের জন্য প্রার্থী হিসেবে অসিত মালের নাম উল্লেখ করে বিতর্ক তৈরি করেছিলেন।এবিষয়ে প্রশ্ন করা হলে বোলপুর পৌরসভার চার নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুকান্ত হাজরা বলেন,”ভুল করে দলের ছেলেরা লিখে ফেলেছে”।পরে অবশ্য সেই দেওয়াল লিখন থেকে প্রার্থীর নাম মুছে দেওয়া হয়।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here