নবদ্বীপ ধাম রেলস্টেশনে দোলের আগে চালু হচ্ছে চলমান সিঁড়ি

0
83

শ্যামল রায়, নবদ্বীপঃ

চৈতন্য ভূমি নবদ্বীপ ধাম রেলস্টেশনে খুব শিঘ্রই চালু হতে চলেছে চলমান সিঁড়ি। শুক্রবার রেলস্টেশনে এসে দেখা গেল জোরকদমে কাজ চলছে।

চলমান সিঁড়ির কাজ খতিয়ে দেখছেন আই ডব্লিউ ডি ইঞ্জিনিয়ার দেবব্রত বালা। এছাড়া উপস্থিত ছিলেন রেল স্টেশনের ম্যানেজার এস এল সরকার সহ একাধিক কর্মী এবং যাত্রী সাধারণ।

before dol utsav escalator start in nabadwip | newsfront.co
নিজস্ব চিত্র

রেল স্টেশন ম্যানেজার এস এল সরকার জানালেন যে দোল পূর্ণিমার আগেই চলমান সিঁড়ি টি চালু করার ইচ্ছে রয়েছে। কাজ যেভাবে দ্রুত গতিতে এগিয়ে চলছে আশা করছি যাত্রী সাধারণের জন্য দোল পূর্ণিমার আগের দিন চলমান সিঁড়ি টি চালু করা সম্ভব হবে।

ব্যান্ডেল কাটোয়া রেল শাখার অন্যতম রেলস্টেশন হচ্ছে শ্রী চৈতন্যর জন্মস্থান নবদ্বীপ ধাম রেল স্টেশন।
বহু অসহায় বৃদ্ধ-বৃদ্ধা রয়েছেন যারা বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে তাদের গন্তব্যস্থলে পৌঁছাতে সমস্যার মধ্যে পড়তে হয়।

before dol utsav escalator start in nabadwip | newsfront.co
নিজস্ব চিত্র

অনেকে ওভার ব্রিজ পেরিয়ে রেল স্টেশনের বাইরে যেতে চরম সমস্যার মধ্যে পড়েন। মনে করছেন যে চলমান সিঁড়িটি চালু হলে সেই সমস্ত বৃদ্ধ-বৃদ্ধা অসহায় মানুষদের পক্ষে ভীষণভাবে সমস্যার সমাধান হবে এবং দ্রুত গন্তব্যস্থলে পৌঁছানোর জন্য রেল স্টেশনের বাইরে চলে যেতে পারবেন।

আরও জানা গিয়েছে যে ইতিমধ্যে নবদ্বীপ ধাম রেলস্টেশনে যাতে কোন রকম অপ্রীতিকর অশান্তি তৈরি না হয় তার জন্য নবদ্বীপ ধাম জিআরপি পুলিশ ও সিভিক পুলিশ রা তাদের ডিউটি করছেন এবং নজরদারিতে রাখছেন বলে জানিয়েছেন আধিকারিক প্রদ্যুৎ ঘোষ।

আরও পড়ুনঃ হঠাৎ আবহাওয়ার পরিবর্তনে চাষে ক্ষতির আশঙ্কা

রেলের সুরক্ষা দপ্তরের পুলিশকর্মীরা ও যথারীতি নবদ্বীপ ধাম রেলস্টেশন যাতে ভালো থাকে অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য সদা সতর্ক বলে জানিয়েছেন কর্মীরা।

রেলওয়ে স্টেশন চত্বর যথেষ্ট শান্তিতে এবং যাত্রীসাধারণের যাতে কোনরকম সমস্যা তৈরি না হয় সেদিকে নজর রেখেছেন পুলিশ এবং জিআরপি। যাত্রীরা যথেষ্ট স্বাচ্ছন্দ্যবোধ করছেন বলে জানিয়েছেন হকার ব্যবসায়ীর অন্যতম সংগঠক রতন সাহা।

চৈতন্য ভূমি নবদ্বীপে দোল পূর্ণিমা উপলক্ষে লক্ষাধিক মানুষের ভিড় হয়। তাই দোল পূর্ণিমার সময় নবদ্বীপ ধাম রেল স্টেশনে ট্রেন পথে হাজার হাজার দেশ-বিদেশ থেকে পর্যটকরা রেলস্টেশনে নামেন এবং পরিদর্শন করেন নবদ্বীপ ধাম মায়াপুর ইসকন।

আরও পড়ুনঃ সীমান্তে জনকল্যাণ মূলক কর্মসূচি পালন বিএসএফের

মঠ মন্দিরে কীর্তন সহ বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয় নিয়মিতভাবে। নবদ্বীপ থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক জানিয়েছেন যে দোল পূর্ণিমা শান্তিতে সম্পূর্ণ করার জন্য ইতিমধ্যে আমরা বৈঠক দেখেছি। বিভিন্ন ফেরিঘাটে যাতে যাত্রীরা ভালোমতো পারাপার করতে পারেন সেদিকেও নজর রাখা ও সতর্ক করা হয়েছে।

নবদ্বীপ পৌরসভার চেয়ারপার্সন বিমান কৃষ্ণ সাহা এবং স্থানীয় বিধায়ক পুন্ডরীকাক্ষ সাহা। দোল পূর্ণিমা উপলক্ষে নবদ্বীপে যাতে কোনো রকম অশান্তি না হয় যাত্রীসাধারণ যাতে ঠিকমত ভ্রমণ করতে পারে সেদিকেও নজর রাখা হয়েছে এবং প্রশাসনিক কর্তা ব্যক্তিদের সাথে আলোচনা সেরে ফেলেছেন। এখন শুধু সময়ের অপেক্ষা দোল পূর্ণিমায় দোলের রঙে সকলকে রাঙিয়ে তোলার।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here