তপন চক্রবর্তী,উত্তর দিনাজপুরঃ
আসন্ন বসন্ত উৎসবের আহ্বানে কালিয়াগঞ্জ প্রেস ক্লাবের সাংস্কৃতিক বিভাগ অসাধারন একটি বাসন্তিক সাংস্কৃতিক সন্ধ্যার উপহার দিল কালিয়াগঞ্জবাসীকে।রবিবার কালিয়াগঞ্জ প্রেস ক্লাবের নিজস্ব দ্বিতল ভবনে শিশু নৃত্য শিল্পীদের নৃত্যের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়।প্রেস ক্লাবের সভাপতি সাজন শর্মা স্বাগত ভাষণ দেন।বিশেষ অতিথি হিসাবে মঞ্চে ছিলেন কালিয়াগঞ্জ প্রেস ক্লাবের দপ্তর সম্পাদক রাধিকা রঞ্জন দেবভ্যুতি।কালিয়াগঞ্জ প্রেস ক্লাবের সম্পাদক সূচন্দন কর্মকার বলেন কালিয়াগঞ্জ প্রেস ক্লাব কালিয়াগঞ্জ শহরের সাংস্কৃতিক পরিবেশ তথা শিল্পী সাহিত্যিকদের উৎসাহ দিতে নিয়মিত সাংস্কৃতিক অনুষ্ঠান করে থাকে এটি তার একটি অঙ্গ মাত্র।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে কালিয়াগঞ্জ পৌরসভার পৌরপিতা কার্তিক পাল বলেন,কালিয়াগঞ্জ প্রেস ক্লাব শহরের সাংস্কৃতিক বিকাশে ধারাবাহিক এই ধরনের অনুষ্ঠান করায় তিনি প্রেস ক্লাবের কর্মকর্তাদের অভিনন্দন জানান।রঙের উৎসবে সবাই অংশগ্রহন করে আনন্দে মেতে উঠতে দেখে তিনি ভীষন খুশী বলে জানান।অনুষ্ঠানে কালিয়াগঞ্জ পৌর সভার প্রাক্তন নির্বাহী আধিকারিক জনার্দন বর্মন তার দরাজ কন্ঠের আবৃত্তি উপস্থিত শ্রোতাদের মুগ্ধ করে।একটি অতি সুন্দর স্বরচিত কবিতা পাঠ করে শোনান অনিন্দিতা চক্রবর্তী।প্রেস ক্লাবের সাংস্কৃতিক সম্পাদিকা পিয়া গুপ্তার কন্ঠে আবৃত্তি সবাইকে মুগ্ধ করে।
আরও পড়ুনঃ দোলের পূর্বেই নৃত্য গীত রঙে উৎসবের আমেজ হাসিমারায়
শিশু নৃত্য শিল্পী শুভার্থী চক্রবর্তী,আয়ুশি ঠাকুর ও সঙ্গীতা মোদকের অসাধারন নৃত্য উপস্থিত দর্শকদের মুগ্ধ করেছে।সঙ্গীতের আসর যেন বসন্তের সুরের মূর্ছনায় অনেকটা সময় ধরে উপস্থিত শ্রোতাদের মন্ত্র মুগ্ধ করে রাখে।অসাধারন সঙ্গীত পরিবেশন করে লাংতিতি কিস্কু,সওনি রায়,কানন পাল,সাবর্নি রায়,ব্রততী দাস,সোহম লাহা,অরুনিমা বোস,মুক্তি ভট্টাচার্য্য ও অরুন ঘোষ।অনুষ্ঠানে উপস্থিত সবাইকে আবির মাখিয়ে সম্মান জ্ঞাপন করে সাংবাদিক পিয়া গুপ্তা।অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন কালিয়াগঞ্জ প্রেস ক্লাবের সাংস্কৃতিক বিভাগের সভাপতি তপন চক্রবর্তী।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584