পাত্রপাত্রীর বিয়ের আগেই পালালেন হবু বেয়াই-বেয়ান

0
101

ওয়েবডেস্ক, নিউজফ্রন্টঃ

কাতারগাম নিবাসী পাত্রের সাথে নওসারি নিবাসী পাত্রীর বিয়ের কথা ছিল ফেব্রুয়ারি মাসে। পাত্রপাত্রীর বিয়ের পিঁড়িতে বসার পূর্বেই জানুয়ারিতে বরের বাবার সাথে পালালেন কনের মা। গুজরাটের সুরাটে এই আজব ঘটনায় লজ্জায় মুখ ঢেকেছে দুই পরিবার।

before marriage father in law and mother in law leaving | newsfront.co
প্রতীকী চিত্র

জানা গেছে, বরের বাবা টেক্সটাইলের ব্যবসা করতেন। গত ১০ জানুয়ারি থেকে তাঁর কোন খোঁজ পাওয়া যাচ্ছিল না। অপরদিকে গুজরাটের নওসারি থেকে নিখোঁজ হয়ে যায় কনের মা। দুই জনের নিখোঁজ হয়ে যাওয়ায় অনুমান করা হয় যে তারা এক সাথে চলে গেছেন।

আরও পড়ুনঃ কাশ্মীর ইস্যুতে ভারত-পাকিস্তান সম্পর্কের উন্নতিতে সাহায্য করতে চায় আমেরিকা

দুই পরিবারের বিয়ের প্রস্তুতি যখন তুঙ্গে তখন এই আকস্মিক ঘটনায় হতবাক দুই পরিবারের অন্য সদস্যরা। ৪৮ বছর বয়সী বরের বাবার এবং ৪৬ বছর বয়সী কনের মা পূর্ব পরিচিত। কলেজ পড়াকালীন সময় থেকেই তারা একে অপরকে চিনতেন বলে জানা যায়।তবে তাদের দুজনের মধ্যে কোন সম্পর্ক ছিল কিনা তা জানা যায়নি।

বিগত বছরে পাত্রপাত্রীর বাগদান পর্ব হয়, ফেব্রুয়ারিতে বাঁধা পড়ার কথা। তারমধ্যে এই ঘটনা যেন উভয় পরিবারে বিনা মেঘে বজ্রপাতের মতো আছড়ে পড়ল। উভয় পরিবারের পক্ষ থেকে থানায় নিখোঁজ ডাইরি করা হয়েছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here