শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ
রাজ্যে করোনা সংক্রমণের হার বেড়েই চলেছে। পরিস্থিতি নিয়ে রীতিমত উদ্বেগে প্রশাসন। এই পরিস্থিতি নজরদারি আরও কঠোর করতে কলকাতা সহ গোটা রাজ্যে কনটেনমেন্ট জোনের সংখ্যা বাড়াল রাজ্য প্রশাসন।
এ দিন রাজ্যের স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, সংক্রমণের হার বাড়ায় রাজ্যে কলকাতা সহ ১৪ টি জেলায় কনটেনমেন্ট জোনের সংখ্যা বেড়ে ৫১৬ করা হয়েছে। এর মধ্যে কলকাতায় ২৬৪ থেকে বেড়ে ৩১৮, উত্তর ২৪ পরগনায় ৮১, হাওড়ায় ৭৪, হুগলিতে ১৮, নদিয়া ২, পূর্ব মেদিনীপুর ৯, পশ্চিম মেদিনীপুর ৫, পূর্ব বর্ধমান ১, মালদহ ৩, দার্জিলিং ২, কালিম্পং ১, দক্ষিণ ২৪ পরগনা ১, জলপাইগুড়ি ১ টি কনটেনমেন্ট জোন করা হয়েছে।
এই জোনগুলির বাসিন্দাদের বেরোতে এবং কাউকে বাইরে থেকে এই জোনে প্রবেশ করতে দেওয়া হবে না। আগের থেকে আরও কঠোর ভাবে কনটেনমেন্ট জোনে বিধি বলবৎ করা হবে। এ দিন রাতেই কলকাতার নতুন কনটেনমেন্ট জোন সহ রাস্তাগুলির নাম কলকাতা পুলিশ প্রকাশ করেছে তাঁদের ওয়েবসাইটে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584