পুজো আগত,শুরু হলো না নবদ্বীপ রেলগেটে উড়ালপুলের কাজ

0
59

শ্যামল রায়,পূর্বস্থলীঃ

নিজস্ব চিত্র

নদীয়া বর্ধমান জেলার জিরো পয়েন্টে অবস্থিত ব্যান্ডেল কাটোয়া রেল শাখার নবদ্বীপ ধাম রেলস্টেশনের রেলগেট।এই ব্যান্ডেল কাটোয়া রেল শাখা দিয়ে প্রচুর ট্রেন যাতায়াত করে সেই সাথে উত্তরবঙ্গের সাথে যোগাযোগ করি বহু এক্সপ্রেস ট্রেন রেল পথে চলাচল করে।

তাই দীর্ঘদিন ধরে নবদ্বীপ রেলগেটে উড়ালপুলের দাবি। ইতিমধ্যে উড়ালপুল তৈরি হবে বলে ৮ কোটি টাকা বরাদ্দ হয়েছে এবং মাপজোক সমস্ত কাজ শেষ হয়ে গিয়েছে।

কিন্তু ৫ মাস কেটে যাচ্ছে উড়ালপুল তৈরির কোন রকম কাজ শুরুর পরিস্থিতি চোখে পড়ছে না বলে অভিযোগ এলাকার বাসিন্দাদের সাথে এই পথে যাতায়াতকারী যাত্রীসাধারণের।

আরও পড়ুনঃ জাঁকজমক করে খুঁটি পুজো বারোবিশা নর্থবেঙ্গল সুপারস্টার ক্লাবের

এলাকাবাসীর অভিযোগ যে সকাল থেকে রাত পর্যন্ত ব্যাপক যানজট তৈরি হয় এবং দীর্ঘক্ষন ধরে দাঁড়িয়ে থাকতে হয় যাত্রীদের,কারণ যেভাবে ট্রেন চলাচল করে তাতে সময় অনেকটা লেগে যায় তাই দাবি উঠেছে উড়ালপুল তৈরি হলে সময় অনেকটা বাঁচবে।

উড়ালপুল তৈরি হবে বলে ইতিমধ্যেই নবদ্বীপ গঙ্গার উপরে গৌরাঙ্গ সেতু থেকে একটি বাইপাস রাস্তা তৈরি হয়েছে। এই রাস্তাটি নবদ্বীপ শহরের ভেতর দিয়ে অতি সহজেই যানবাহন চলাচল করতে পারে যেখানে যানজটের ব্যাপার থাকবে না।এই বাইপাস রোড টি তৈরি হওয়ার পর এখনো উড়ালপুল কেন তৈরি হচ্ছে না প্রশ্ন চলেছেন যাত্রীসাধারণ থেকে এলাকার বাসিন্দারা।

একদিকে পূর্ব বর্ধমান জেলা অন্যদিকে নদীয়া জেলা অর্থাৎ জিরো পয়েন্ট দিয়ে নবদ্বীপ ব্যান্ডেল কাটোয়া রেল শাখাটি চলে গিয়েছে।

এর ফলে পূর্বস্থলী ১ নম্বর ব্লকের অধীন হেমাতপুর পর্যন্ত এবং নবদ্বীপ শহরের গৌরাঙ্গ সেতু পর্যন্ত দীর্ঘ লাইন তৈরি হয়ে যায় যানবাহনের কারণ ট্রেন চলাচল করায় যানজট তৈরি হয়।অথচ উড়ালপুল তৈরীর জন্য সমস্ত কাজ কমপ্লিট হবার পরেও কেন কাজ শুরু হচ্ছে না এই প্রশ্ন তুলেছেন সকলে।

কয়েক মাস আগে থেকেই উড়ালপুলের জন্য প্রাথমিক পর্যায়ের কাজ শুরু হয়ে গিয়েছে এবং রাস্তার দুপাশের বড় বড় নামিদামি গাছ কেটে ফেলা হয়েছে কিন্তু উড়ালপুল তৈরি কবে হবে এ প্রশ্ন এলাকার ব্যবসায়ী এবং যাত্রীদের কাছ থেকে।

এলাকার ব্যবসায়ীরা জানিয়েছেন যে উড়ালপুল তৈরীর কারণে রাস্তা কতটুক তৈরি হবে তার জন্য তারা তাদের দোকানপাট সাজাতে পারছেন না এর ফলে ব্যবসায় মার খাচ্ছেন তারা।যাত্রীসাধারণ থেকে শুরু করে এলাকার বাসিন্দারা দাবি তুলেছেন যে দ্রুত উড়ালপুলের কাজ শুরু করা হোক।এ প্রসঙ্গে পূর্বস্থলী এক নম্বর ব্লক সূত্রে জানা গিয়েছে যে টাকা বরাদ্দ হয়ে গিয়েছে এবং কিছুটা কাজ শুরু হয়েছে জানিনা কাজটা কেন থমকে আছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here