মনিরুল হক,কোচবিহারঃ
ডাকাতির উদ্দেশ্যে জমায়েত হওয়া ৭জন দুষ্কৃতিকে আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার করল পুলিশ। আজ কোতোয়ালি থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে থেকে কোচবিহার-দিনহাটা রোডের পানিশালা গ্রাম পঞ্চায়েত এলাকার ৩ নং গেট শো মিল সংলগ্ন মাশানের পাট এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে।
কোতোয়ালি থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে, তাদের কাছ থেকে ২টি সেভেন এমএম, ১ টি দেশীয় পিস্তল, ১ টি কুকরি ও ১ টি লোহার রড উদ্ধার হয়েছে। ধৃতদের নাম জিয়ারুল হক(৩০) তার বাড়ি দিনহাটা পেউলাগুড়ি। হাফিজুল রহমান(২৪)। তার বাড়ি দিনহাটা পুঁটিমারী ১নং গ্রাম পঞ্চায়েতে কোয়ালিদহ গ্রামের নাজির ভিটা এলাকায়। ওয়াসিম আক্রম(২২)। তার বাড়ি দিনহাটায়। দেলোয়ার হোসেন(৩৫)। তার বাড়ি পুটিমারি ১নং গ্রাম পঞ্চায়েতে করিশাল গ্রামে। রেজায়ুল করিম মিয়াঁ(২২)। তার বাড়ি পুটিমারী ১নং গ্রাম পঞ্চায়েতে কুচনি গ্রামে। মিন্টু রহমান(২২)। তার বাড়ি কৃষিমেলা এলাকায়। প্রিয়তোষ গোস্বামী (৩৮)। তার দিনহাটা নিগম নগর এলাকায়।
আরও পড়ুনঃ আগ্নেয়াস্ত্র সহ ধৃত আর এক ক্যারিয়ার
গোপন সুত্রে খবর পেয়ে বুধবার রাতে কোতোয়ালি থানার আইসি সৌমজিৎ রায়ের নেতৃত্বে কোচবিহার-দিনহাটা রোডের পানিশালা গ্রাম পঞ্চায়েত এলাকার ৩ নং গেট শো মিল সংলগ্ন মাশানের পাট এলাকায় হানা দেয় পুলিশ। সেখান থেকেই তাদের গ্রেপ্তার করা হয় বলে জানা গিয়েছে। বেশ কিছু দিন ধরে কোচবিহার জেলা পুলিশ আগ্নেয়াস্ত্র উদ্ধারে নামে। ইতিমধ্যেই বেশ কিছু অস্ত্র উদ্ধার করতে সক্ষম হয়েছে পুলিশ। গ্রেপ্তার হয়েছে অনেকেই। এদিন কোতোয়ালি থানার আইসির নেতৃত্বে অস্ত্র সহ ৭ জনকে গ্রেপ্তার করার ঘটনা পুলিশের অনেক বড় সাফল্য বলে মনে করা হচ্ছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584