পাচারের আগেই উদ্ধার সাতটি তক্ষক, একটি চন্দনা পাখি

0
168

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ

বনদফতর ও পুলিশের যৌথ অভিযানে পাচারের আগেই উদ্ধার সাতটি তক্ষক ও একটি চন্দনা পাখি।পাচারকারিদের ব্যবহৃত একটি বোলেরো গাড়ি ও একটি নম্বর বিহীন ঝাঁ চকচকে বিলাসবহুল গাড়ি উদ্ধার করেছে পুলিশ।

before smuggling seven tokkhok rescue | newsfront.co
নিজস্ব চিত্র

শনিবার সকালে ঘটনাটি ঘটেছে ফালাকাটা থানার নয়মাইলের উমাচরণপুর গ্রামে। জানা যায়, গোপন সূত্রে খবর পেয়ে ফালাকাটা ব্লকের উমাচরণপুর গ্রামে জনৈক ব্যাক্তির বাড়িতে বনদফতর এবং পুলিশ যৌথ অভিযান চালিয়ে ৭ টি তক্ষক এবং একটি  চন্দনা পাখি উদ্ধারের পাশাপাশি দুটি গাড়িও আটক করে।

before smuggling seven tokkhok rescue | newsfront.co
আটক হওয়া গাড়ি। নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ করোনা মোকাবিলায় তৎপর রাজ্য সরকার, ভিড় এড়িয়ে চলার পরামর্শ

আটক করা বোলেরো গাড়িটি আসাম রাজ্যের চিরাং জেলার  হওয়ায় পাচারকারীদের সাথে উত্তর পূর্বাঞ্চলের যোগ সূত্র থাকার সম্ভবনা উড়িয়ে দিচ্ছে না বনদফতর ।

জলদাপাড়া বনবিভাগের ডিএফও কুমার বিমল জানিয়েছেন “প্রাথমিক তদন্তের পর আমরা নিশ্চিত যে ওই পাচারের ঘটনায় একটি আন্তঃরাজ্য চক্রের যোগসাজশ রয়েছে। অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করেছে বনদফতর ও পুলিশ।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here