শীতের আগেই উষ্ণ উপহার, খুশি দুঃস্থ পরিবার

0
85

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ

শীত পড়ার প্রাগমুহূর্তে উৎসবের মরসুমে প্রান্তিক মানুষদের মুখে হাসি ফোটাতে এগিয়ে এলো ইন্ডিয়ান ডেন্টাল এসোসিয়েশনের গ্রেটার কলকাতা শাখা।

before winter Distribution the gift | newsfront.co
নিজস্ব চিত্র

সংস্থার পক্ষ থেকে পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতন থানার বেলমূলা, বালিডাংরি, পানসলা, কুঞ্জবাঘড়ট, মকমলপুর, মানিকাডাঙর, কুঞ্জবাঘড়া, নইকুলবুইচা এই ৮ টি গ্রামের ৬০০ এর বেশি দুঃস্থ মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হয় ওই সংস্থার পক্ষ থেকে।

শীতের আগে এই উপহার পেয়ে সাধারণ মানুষ উৎসবের আনন্দে মেতে উঠেছেন। ১২ জনের ছাত্র, শিক্ষক ও ডাক্তারদের প্রতিনিধি দল কলকাতা থেকে গিয়েছিল বাংলা-উড়িষ্যা সীমান্তের সুবর্ণরেখা নদীর ধারের এই গ্রামগুলিতে।

before winter Distribution the gift | newsfront.co
অপেক্ষারত এলাকাবাসি। নিজস্ব চিত্র

প্রতিনিধি দলে ছিলেন শাখার সভাপতি ডাঃ দেবাশিস মজুমদার, সম্পাদক ডাঃ সর্বেন্দু পাল, ছিলেন ডাঃ সঞ্জীব মিত্র, ডাঃ শ্যামল বর, ডাঃ পল্লব কুমার দে, ডাঃ পার্থ প্রতিম দাস, ডাঃ সম্রাট মন্ডল, অনুরণ পাল, অনল কর প্রমুখ।

শুধু বস্ত্র বিতরণ নয় সঙ্গে প্রয়োজনীয় ওষুধও সরবরাহ করা হয় সংস্থার পক্ষ থেকে। সংগঠনের সম্পাদক ডাঃ সরবেন্দু পাল বলেন, “আমরা বিগত তিন বছর ধরে এই কর্মসূচি নিয়ে আসছি।

আরও পড়ুনঃ ছট পূজা উপলক্ষে ফলমূল বিতরণ

জানি যা প্রয়োজন তার তুলনায় এ অতি নগন্য। কিন্তু এই ছোটো ছোটো প্রয়াসগুলোর দ্বারা যেটুকু মানুষের পাশে দাঁড়ানো যায় তাকে পাথেয় করেই আমাদের সংগঠন এগিয়ে চলবে। আগামী দিনেও আমার এই কর্মসূচির ধারাবাহিকতা বজায় রাখব।”

প্রতিনিধি দলের অন্যতম উদ্যোক্তা ডা: পল্লব কুমার দে উপস্থিত সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বলেন, “মানুষকে ভালোবাসতে হলে স্বপ্ন দেখতে হয়, আর স্বপ্ন দেখতে হলে মানুষকে ভালোবাসতে হয়।

ইন্ডিয়ান ডেন্টাল এসোসিয়েশনের গ্রেটার কলকাতা শাখার এই ক্ষুদ্র প্রচেষ্টা, এই নিয়ে তৃতীয় বর্ষে পড়ল। আন্তরিক অভিনন্দন জানাই আপনাদের সকলের সহযোগিতাকে। দীর্ঘজীবি হোক এই ধরনের কর্মসূচি।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here