নিউজডেস্ক,কলকাতাঃ
গত ১১ আগষ্ট ভাঙড়ের পাওয়ারগ্রিড বিরোধী আন্দোলনকারী ও সরকারের আলোচনার ভিত্তিতে স্থির হওয়া সাবস্টেশন তৈরির কাজ আজ সকাল সাড়ে এগারোটা থেকে শুরু হয়।প্রথমে পাওয়ার গ্রিড তৈরির যন্ত্রাংশ বের করা হয় তারপর সাবস্টেশনের জন্য ভূগর্ভস্থ তার নিয়ে যাওয়ার জন্য জমি জরিপের কাজ শুরু হয়।
আন্দোলনকারীদের পক্ষে মির্জা হাসান জানান যে,সরকার পাওয়ার গ্রিডের বদলে সাবস্টেশন তৈরির সিদ্ধান্ত নিয়েছে আলোচনা সাপেক্ষে ফলে মাকড়সার জালের মতো সমগ্র এলাকা যে তারে ঘিরে থাকতো সেটি হবে না।ভূগর্ভস্থ তারের মাধ্যমে সাবস্টেশন তৈরি হবে,যার তিনটি হয়ে আছে আর একটি হবে।
যদিও সরকার আন্দোলনকারীদের এই আলোচনায় গ্রামবাসীদের একাংশ সন্দিহান।তাঁরা মনে করছে যে,আন্দোলনকারীরা শেষ পর্যন্ত সরকারের সিদ্ধান্তের কাছে পরাস্থ হলো।পাওয়ার গ্রিড বিরোধী দেড় বছর ধরে চলা রক্তক্ষয়ী আন্দোলন শেষ পর্যন্ত পাওয়ার গ্রিডের পরিবর্তে সাবস্টেশানে রূপান্তরিত হলো।
গ্রামবাসীরা ক্ষতিপূরণ বাবদ সরকারের কাছ থেকে বারোকোটি টাকার প্যাকেজ পাচ্ছে যদিও আন্দোলনকারীদের দাবী ছিল কুড়ি কোটি টাকার প্যাকেজ।সরকারি আধিকারিক মিলন রানো জানান যে,আলোচনার সিদ্ধান্ত মতো কাজ বাস্তবায়িত হচ্ছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584