শিবশংকর চ্যাটার্জ্জী, দক্ষিন দিনাজপুরঃ
দক্ষিন দিনাজপুর জেলার বালুরঘাট শহরের বর্তমান প্রাইভেট(পুর) বাসস্ট্যান্ড এলাকার জাগ্রত মটরকালী পূজাটি প্রাচীন না হলেও ইতিহাস সমৃদ্ধ।

আনুমানিক বছর ৫০ আগে মটরকালী পূজার সূচনা হয়েছিল মটর অর্থাৎ গাড়ি মালিকদের দ্বারা (স্থানীয়ভাবে আগে গাড়ির প্রচলিত শব্দ ছিল মটর)। বালুরঘাট শহরের প্রাইভেট বাসস্ট্যান্ড চত্বরে, আজ যেখানে মটরকালি পূজা হয় সেখানে বসত ফুটানিগঞ্জের হাট। কিছু দূরে বালুরঘাট উচ্চ বিদ্যালয়ের কাছে ছিল পশ্চিম দিনাজপুরের জেলা হাসপাতালটি। কিন্তু হাসপাতালের লাশকাটা ঘরটি ছিল ফুটানিগঞ্জের হাটের মধ্যে। পরবর্তীতে জেলা হাসপাতালটি সরিয়ে নিয়ে যাওয়া হয় রঘুনাথপুর এলাকায়। লাশকাটা ঘরটি নতুন জেলা হাসপাতালের সঙ্গে নিয়ে যাওয়া হয়েছিল। তারপর ভয় কাটাতেই কালী পূজা শুরু করেন। বর্তমানে এখনও সম মর্যাদায় পূজিত হন মা। মানুষের মন থেকে ভয় দূর করতে স্ট্যান্ডের বাস মালিকরা পরিত্যাক্ত লাশকাটা ঘরের সাথে মা কালীর মূর্তি স্থাপনা করেন। নাম দেওয়া হয় মটরকালী। এরপর থেকে পাঁঠাবলি ও অন্যান্য নিয়ম নিষ্ঠা সহকারে পূজিত হয়ে আসছেন মটরকালী।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584