দিনহাটায় পাকা রাস্তার সূচনা, কর্মসূচির উদ্বোধনে উন্নয়ন মন্ত্রী

0
24

মনিরুল হক, কোচবিহারঃ

দিনহাটা বলরামপুর হয়ে চিলাখানা রোড পর্যন্ত পাকা রাস্তার সূচনা হল। রবিবার এই কর্মসূচির উদ্বোধন করেন উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের মন্ত্রী রবীন্দ্র নাথ ঘোষ। এই রাস্তা তৈরি করতে আনুমানিক খরচ হবে প্রায় ১৮ কোটি টাকা এবং ১৮ মাসের মধ্যে এই রাস্তার কাজ সম্পন্ন হবে। এই রাস্তা তৈরি হলে ১নং ব্লকের মানুষের সুবিধা হবে।

উদ্বোধন। নিজস্ব চিত্র

পাশাপাশি রাস্তার দুধারে নিচু জায়গা গুলিতে গার্ডওয়ালও দেওয়া হবে। ৬ কিমি এই রাস্তার চওড়া হবে ৭ মিটার পর্যন্ত।

এদিনের এই কর্মসূচি প্রসঙ্গে মন্ত্রী রবীন্দ্র নাথ ঘোষ বলেন, তুফানগঞ্জ ১ নং ব্লকের দেওচড়াই থেকে ৬কিমি রাস্তার উদ্বোধন হল আজ। এই রাস্তা তৈরির ফলে সাধারন মানুষের উপকার হবে। এই রাস্তা বানাতে খরচ হবে প্রায় ১৮ কোটি টাকা এবং এই রাস্তাটি ১৮ মাসের মধ্যে শেষ করা হবে বলেও তিনি জানান।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here