মহকুমা কৃষি মেলার সূচনা

0
47

নিজস্ব সংবাদদাতা, মালদহঃ

beginning of sub-divisional agricultural fair
সূচনা।নিজস্ব চিত্র

মালদহ জেলা প্রশাসনের উদ্যোগে তিনদিন ব্যাপী ব্লক ও মহাকুমা কৃষি মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় মঙ্গলবার দুপুরে।মাটি কৃষি উদ্যান পালন মৎস্য খাদ্য কৃষি বিপণন সমবায় ও প্রাণী সম্পদ সহ বিভিন্ন দফতর,এই মেলার মাধ্যমে কৃষক চাষী ও সাধারণ মানুষরা উপকৃত হবেন।ফিতে কেটে এবং প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন মালদহ জেলা পরিষদের সভাধিপতি গৌড়চন্দ্র মন্ডল।ইংরেজবাজার ব্লকের যদুপুর ১নং গ্রাম পঞ্চায়েতের বাধাপুকুর এলাকায় জেলা প্রশাসনের উদ্যোগে এই মেলার আয়োজন করা হয়।উদ্বোধনের আগে ধামসা মাদলের সহযোগে কৃষকরা পঞ্চায়েত এলাকায় একটি মিছলও করেন। উদ্বোধনী অনুষ্ঠানে গৌরচন্দ্র মন্ডল ছাড়াও উপস্থিত ছিলেন, মহকুমাশাসক পার্থ চক্রবর্তী মালদহ জেলা পরিষদের সহ সভাধিপতি চন্দনা সরকার,ইংরেজবাজার এর বিধায়ক তথা পৌর প্রধান নিহার রঞ্জন ঘোষ,বিশিষ্ট চিকিৎসক ও সমাজসেবী মোয়াজ্জেম হোসেন, বিশিষ্ট শিক্ষাবিদ মানব বন্দপাধ্যায়,জেলা পরিষদের বিভিন্ন দফতরের কর্মাধ্যক্ষগন, পঞ্চায়েত সমিতির বিভিন্ন দফতরের কর্মাধ্যক্ষ,গ্রাম পঞ্চায়েতের সদস্য ও অন্যান্য আধিকারিক ও সদস্যরা।১১ থেকে ১৩ ডিসেম্বর পর্যন্ত চলবে এই মেলা।মেলার মাধ্যমে কৃষকদের ফসল চাষের ক্ষেত্রে বিভিন্ন নতুন পদ্ধতি শেখানো হবে। বিনামূল্যে নিজেদের জমির মাটিও পরীক্ষা করতে পারবেন তারা। এছাড়াও বিভিন্ন দফতরের কুড়িটি স্টল খোলা হয় কৃষকদের বিভিন্ন বিষয় বোঝানোর জন্য। প্রতিযোগিতার জন্য বিভিন্ন এলাকা থেকে কৃষকরা নিজেদের জমিতে ফলানো ফসল মেলায় প্রদর্শনী করেন। ফসল ফলানোর ক্ষেত্রে কৃষকদের কি কি সমস্যা এবং তা কিভাবে প্রতিকার করা সম্ভব সেই বিষয়গুলি নিয়ে আলোচনা করা হয়।

beginning of sub-divisional agricultural fair
নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ বহিষ্কৃত নেতাকে দলে ফেরাতে বাইক মিছিল যুব’র

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here