সপ্তদশ সাধারণ নির্বাচনের সূচনা,প্রথম দফায় ৯১ আসনে ১২৭৯ জন প্রতিদ্বন্দ্বী প্রার্থী

0
60

নিউজফ্রন্ট,ওয়েবডেস্কঃ

১০ মার্চ ভারতের নির্বাচন কমিশন ঘোষিত নির্ঘন্ট অনুযায়ী সপ্তদশ সাধারণ নির্বাচনের সাত দফার প্রথম দফার নির্বাচন শুরু হবে কয়েকঘন্টার মধ্যেই।

Begins Seventeenth loksabha election সমগ্র দেশের মোট ৯১ টি লোকসভা আজ নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে।৯১টি কেন্দ্রের মোট প্রার্থী সংখ্যা ১২৭৯ জন।৮৯ জন মহিলা প্রার্থী অর্থাৎ আজকের নির্বাচনে মোট প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সাত শতাংশ মহিলা।

প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে ৩৭ জন তিন বা তিনের বেশী ফৌজদারি মামলায় অভিযুক্ত।প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে ধনী প্রার্থী জাতীয় কংগ্রেস মনোনীত চেভেল্লা আসনের কোন্ডা বিশ্বেশ্বর রেড্ডি।তাঁর সম্পত্তির পরিমান ৮৯৫ কোটি টাকা।ওই কেন্দ্রের জনতা দলের প্রতিদ্বন্দ্বী প্রার্থী নাল্লা প্রেম কুমার যার সম্পত্তির পরিমাণ ৫০০ টাকা।

আরও পড়ুনঃ বে রোজগারী আর বিভেদ মূল সমস্যা,১৭তম লোকসভা নির্বাচনে ভারতের কনিষ্ঠতম প্রার্থী বিরাজ ডেকা জানালেন নিউজফ্রন্ট প্রতিনিধিকে

প্রথম দফার নির্বাচনে গুরুত্বপূর্ণ লোকসভা কেন্দ্রগুলি হল গাজিয়াবাদ, কাইরানা, মজফফপুর, নাগপুর ইত্যাদি।পশ্চিমবঙ্গে দুটি আসনে নির্বাচন হচ্ছে আলিপুরদুয়ার,কোচবিহার।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here