বে রোজগারী আর বিভেদ মূল সমস্যা,১৭তম লোকসভা নির্বাচনে ভারতের কনিষ্ঠতম প্রার্থী বিরাজ ডেকা জানালেন নিউজফ্রন্ট প্রতিনিধিকে

0
379

অনির্বাণ দে,কলকাতাঃ

Indian youngest candidate on seventeen lok sabha election
রিরাজ ডেকা।নিজস্ব চিত্র

নিজেকে চমক হিসেবে নয়। দেখছেন রাজনীতির ময়দানে দলের দেওয়া দায়িত্ব সামলানো কর্মী হিসেবেই।দুঁদে রাজনীতিকের মতো কর্মসংস্থান,এলাকায় মানুষের ঐক্য আর উন্নয়নকে ইস্যু করেই এবার প্রচার শুরু করেছেন কোকরাঝোর কেন্দ্রের সিপিআই(এম) প্রার্থী বিরাজ ডেকা।

Indian youngest candidate on seventeen lok sabha election
মনোনয়নপত্র জমা উপলক্ষে জমায়েত।নিজস্ব চিত্র

১৭তম লোকসভা নির্বাচনে সর্বকনিষ্ঠ প্রার্থী হিসেবে নজর কেড়েছেন বছর ছাব্বিশের বিরাজ।ইংরেজিতে এম এ , সিপিআই(এম) এর ছাত্র সংগঠনের এই নেতা এখন লোকসভা নির্বাচনে তারুণ্যের প্রতীক।

Indian youngest candidate on seventeen lok sabha election
নিজস্ব চিত্র

নিউজফ্রন্টকে ছাত্রনেতার সাফ কথা,যুবকযুবতীদের কর্মসংস্থানের প্রশ্ন এবার নির্বাচনের মূল ইস্যু। কোকরাঝার লোকসভা এলাকার মানুষের মধ্যে ঐক্য রক্ষার প্রশ্নেও জোর দিচ্ছেন ডেকা।বোড়ো,কোচ, রাজবংশী,মুসলিম,বাঙালি হিন্দু,আদিবাসী মানুষের বাস কোকরাঝার।এই কেন্দ্রের গোঁসাইগাও,কোকরাঝার ওয়েস্ট,কোকরাঝার ইস্ট, সিডলি,বিজিনি,সরভোগ, ভবানীপুর,তামুলপুর,বারামা, চাপাইগুড়ি বিধানসভা এলাকার সমটাই মিশ্র বসতি।

আরও পড়ুনঃ দুই কেন্দ্রের মনোনয়ন জমা বামপ্রার্থীর

Indian youngest candidate on seventeen lok sabha election
নিজস্ব চিত্র

ডেকার দাবি,এলাকার মানুষের মধ্যে ঐক্যের প্রশ্নে নিজের অপদার্থতা প্রমাণ করেছেন কেন্দ্রের সাবেক সাংসদ নব কুমার সারালিয়া। কেন্দ্রের সমস্ত জনজাতি, ট্রাইবাল,নন-ট্রাইবাল মানুষকে ঐক্যবদ্ধ করে তাঁদের বিকাশের পক্ষেই সওয়াল করছেন ছাত্রনেতা।সরব হচ্ছেন এলাকার উন্নয়নের প্রশ্নেও।

Indian youngest candidate on seventeen lok sabha election
নিজস্ব চিত্র

এই তিন ইস্যুই ডেকার আগামী নির্বাচনের মূল কথা।কর্মসংস্থান,উন্নয়নের দাবিতে সংসদে একবারের জন্যও মুখ খোলেননি নব কুমার সামন্ত। এরও জবাব চাইছেন ডেকা। ডেকা প্রচারে মানুষকে বলছেন,আসামের অয়েল ফিল্ড বেসরকারী কোম্পানীর হাতে তুলে দিচ্ছে আসামের সরকার।

আর কি বললেন তিনি নিউজফ্রন্ট কে?

নিউজফ্রন্টঃ এই নির্বাচনের প্রেক্ষিতে কম বয়সীদের কাছে সব থেকে বড় সমস্যা কি ?

Indian youngest candidate on seventeen lok sabha election
নিজস্ব চিত্র

বিরাজ ডেকাঃ বেরোজগারী এখন দেশের ছাত্র যুবদের কাছে সব থেকে বড় সমস্যা।আমরা এই ইস্যু নিয়ে কাজ করছি। আমরা কর্মসংস্থানের প্রশ্ন নিয়ে কমবয়সীদের কাছে যাচ্ছি।আমার এলাকায় মানুষের ঐক্যের বিষয়টাও আমরা গুরুত্ব দিয়ে দেখছি। কোকরাঝার খুব বৈচিত্রময় একটা এলাকা।এখানে বহু জাতি,ধর্ম,ভাষার মানুষ বাস করেন।আমরা চাইছি সবাই ঐক্যবদ্ধ হয়ে থাকুক।এই লোকসভা ক্ষেত্রের উন্নয়ন নিয়েও চিন্তিত মানুষ।সার্বিক ভাবে কর্মসংস্থানের প্রশ্ন এবং ঐক্য,উন্নয়নের কথাই আমরা কম বয়সীদের কাছে নিয়ে যাচ্ছি।

Indian youngest candidate on seventeen lok sabha election
নিজস্ব চিত্র

নিউজফ্রন্টঃ আপনি ঐক্যের কথা বললেন।এই ঐক্য রক্ষায় বিগত পাঁচ বছরের কেন্দ্রের সরকারের ভূমিকা কি ?

Indian youngest candidate on seventeen lok sabha election
নিজস্ব চিত্র

বিরাজ ডেকাঃ মানুষের ঐক্যের প্রশ্নে কেন্দ্রের সরকার পুরোপুরি ব্যর্থ।আসলে তাঁরা জাতি ধর্মের নামে ‘ডিভাইড এন্ড রুল’ নীতি প্রয়োগ করছে। সংখ্যালঘুদের উপর নির্যাতন বাড়ছে।হেট স্পিচে মদত দিচ্ছে সরকার।এই ব্যবস্থা খুব বিপজ্জনক।

নিউজফ্রন্টঃ ফিডব্যাক কি পাচ্ছেন কম বয়সীদের, সাধারণ মানুষের কাছ থেকে?

বিরাজ ডেকাঃ সমস্ত ভোটার,বিশেষ করে কমবসয়ীয়া ইস্যু গুলি নিয়ে খুব চিন্তিত।সকলেই পাল্টাতে চাইছে।মানুষ বেকারী,সাম্প্রদায়িকতাবাদ নিয়ে কথা বলছে।জানতে চাইছে সরকার কেন ব্যর্থ।
এই কেন্দ্রের সিটিং এম পি এলাকার উন্নয়ন,ঐক্যের প্রশ্নে কিছু করেন নি।মানুষের হয়ে কোন কথা বলেন নি সংসদে।মানুষ বলছেন,আমরাই, বামপন্থীরাই একমাত্র মানুষের নিজের সমস্যাগুলো নিয়ে আন্দোলন করছি।মানুষ সাড়া দিচ্ছেন।

নিউজফ্রন্টঃ আসামের রাজ্য সরকারকে কিভাবে দেখছেন ?

বিরাজ ডেকাঃ আমাদের রাজ্যে বিজেপি সরকারও সব অর্থেই ব্যর্থ।অনেক প্রতিশ্রুতি দিয়ে সরকারে এসে সব ভুলে গিয়েছেন মন্ত্রীরা।কোন সমস্যার সমধান হয় নি। কর্পোরেটদের হয়ে কাজ করছে সরকার।অয়েল ফিল্ড গুলো বিক্রি করে দেওয়া হচ্ছে।সরকার বিক্রি করে দিয়েছে গোপীনাথ মণ্ডল এয়ারপোর্টও।

নিউজফ্রন্টঃ এই পরিস্থিতিতে সংসদে গেলে কি বলবেন সেখানে ?

বিরাজ ডেকাঃ আমরা বরাবরই সংসদে সাধারণ মানুষের প্রতিদিনের জীবনের সমস্যার কথা বলি।সমাধানের দাবি জানাই।কর্মসংস্থান,মানুষের ঐক্য,সম্প্রীতি রক্ষা এবং এলাকার উন্নয়নের দাবি তুলব সংসদে।মানুষের সম অধিকার এবং সমস্ত মানুষের উন্নয়ন আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ।

নিউজফ্রন্টঃ আপানার কি মনে হয়,কম বয়সীদের টোকেন প্রার্থী করে চমক দিচ্ছে রাজনৈতিক দলগুলি?

বিরাজ ডেকাঃ অন্য দলের ব্যাপারে কিছু বলতে পারবো না।তবে, আমাদের দলের বাকি দলগুলির থেকে অনেক আলদা।আমাদের পার্টি সিপিআই(এম),সামগ্রিক ভাবে বামপন্থীরা একমাত্র রাজনৈতিক শক্তি যারা ছাত্র দের,যুবক যুবতীদের হয়ে দেশজুড়ে সওয়াল করে। আমি নিজে ছাত্র সংগঠনের একজন কর্মী।আমরা দেখছি রাজনীতিতে নতুন করে উৎসাহ পাচ্ছে কমবয়সীরা । নতুনদের সুযোগ দিচ্ছে আমাদের দল।এই রাজনৈতিক সংস্কৃতি তৈরি হচ্ছে আমাদের দলে।

কোকরাঝার নির্দলীয় সাংসদ নবকুমার সারানিয়া, বোডোল্যান্ড পিপলস ফ্রন্টের নেত্রী প্রমিলা রানি ব্রহ্ম, কংগ্রেসের শব্দা রাম রাভার বিরুদ্ধে সিপিআই(এম) এর এই তরুণ প্রার্থীর দিকেই তাকিয়ে রাজনৈতিক মহল। এই আসনে তৃনমূল কংগ্রেস প্রার্থী কমলাকান্ত দায়মারির মনোনয়ন বাতিল করেছে নির্বাচন কমিশন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here