নবনীতা দত্তগুপ্ত, কলকাতাঃ
গতবছর ছিল ইস্টবেঙ্গল ক্লাবের শতবর্ষ। সেই কথা মাথায় রেখে ৭ জুলাই বেহালায় এক বিশাল বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। আয়োজক বেহালা ইস্টবেঙ্গলিয়ান্স। এই দিনটিকেই ক্লাবের শুভ জন্মদিন হিসেবে পালন করেন অনুরাগীরা। তাতে আপামর কলকাতা তথা পশ্চিমবঙ্গবাসী অংশগ্রহণ করে।
কিন্তু বর্তমান পরিস্থিতিতে এবং সরকারি বিধিনিষেদের কথা মাথায় রেখে সংস্থার সকল সদ্যস ঠিক করে এবছর তাদের অনুষ্ঠানটিকে একটি ডিজিটাল প্লাটফর্মে নিয়ে আসবে। কলকাতায় এই প্রথম এমন উদ্যোগ। সেই অনুযায়ী ৭ জুলাই সারাদিন ব্যাপী অনুষ্ঠানটি চলে সোশ্যাল মিডিয়ায়।
আরও পড়ুনঃ অর্জুন পুরস্কারের জন্য বিবেচিত ভারতীয় ফুটবলার জে জে লাল পেখলুয়ার
যেখানে ইস্টবেঙ্গল ক্লাবের প্রাক্তন ফুটবলার যেমন ঘানা থেকে আসিয়ান কাপ জয়ী অধিনায়ক সুলে মুসা, সুদূর ব্রাজিল থেকে ডগলাস ডি সিলভা, কেরালা থেকে ম সুরেশ, আলভিটো, সঞ্জু প্রধান, ফাল্গুনী দত্ত, সূর্য বিকাশ চক্রবর্তী, মেহেতাব হোসেন, অভ্র মন্ডল, চন্দন দাস, মহম্মদ রফিক, জয়ন্ত সেন, সামাদ আলি মল্লিক, রহিম নবী, অভিষেক দাস, এবং প্রাক্তন ফিজিও ট্রেনার গার্সিয়া, তাঁদের শুভেচ্ছা বার্তা পাঠান। এছাড়াও পশ্চিমবঙ্গ তথা কলকাতার বাইরে থেকেও বহু ইস্টবেঙ্গল অনুগামী তাদের বিভিন্ন অনুভূতির কথা আলাপ আলোচনা করেন।
আরও পড়ুনঃ কোচের দেশে প্রস্তুতিতে যোগ দিতে আবেদন ফেডারেশনের
এছাড়াও বেহালা ইস্টবেঙ্গলিয়ান্স গত এক বছর ধরে বিভিন্ন বিনোদন ও সমাজ কল্যানমূলক কাজ করে আসছে। করোনার প্রকোপ কালে বেহালাার সাধারণ মানুষের পাশে এবং আমফান দুর্যোগ কবলিত মানুষদের পাশে তারা দাঁড়িয়েছে। আগামীদিনেও সাধারণ মানুষের পাশে থাকতে তারা অঙ্গীকারবদ্ধ। এই ভাবেই বেহালা ও পার্শ্ববর্তী এলাকার সকল ইস্টবেঙ্গল অনুগামীদের নিয়ে অনেক দূর এগিয়ে চলার লক্ষ্য বেহালা ইস্টবেঙ্গলিয়ান্সদের।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584