নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
করোনাভাইরাসের কবলে গোটা পৃথিবী। চিন থেকেই এই ভাইরাসের উৎপত্তি বলে মনে করা হয়। চিনের উহান থেকেই করোনা ছড়ায় বলে দাবি করা হয়েছে। বিশ্বের অন্যান্য দেশে যখন জাঁকিয়ে বসেছে কোভিড-১৯, তখন চিনে পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে বলে সূত্রের খবর।
করোনা পরিস্থিতি সামলে চিন যে ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরছে তার আঁচ বিগত কয়েকদিন ধরেই টের পাওয়া যাচ্ছে। যেমন, ক’দিন আগে করোনাকে তোয়াক্কা না করেই উহানে পুল পার্টিতে মেতেছিলেন হাজার হাজার মানুষ। এবার রাজধানী শহর বেজিংয়েও করোনা নিষেধাজ্ঞা শিথিল করল সে দেশের প্রশাসন। করোনা মোকাবিলার অন্যতম অস্ত্র যে মাস্ক, তা আমরা সকলেই জানি। বাইরে বেরোলে মাস্ক পরা আবশ্যক ছিল। কিন্তু এবার সেই নির্দেশিকা তুলে নিলেন চিনের স্বাস্থ্য কর্তৃপক্ষ।
আরও পড়ুনঃ ডেমোক্র্যাটিক পার্টি মনোনীত মার্কিন প্রেসিডেন্ট প্রার্থীপদ গ্রহণ করলেন জো বিডেন
গত ১৩ দিনে সে শহরে নতুন করে আর সংক্রমণ ছড়ায়নি। সেকারণেই বাইরে মাস্ক পরার নির্দেশিকা শিথিল করা হল বলে খবর। তবে বিধিনিষেধ শিথিল করলেও মানুষের মন থেকে করোনা আতঙ্ক এখনও কাটেনি। তাই শুক্রবারও বেজিংয়ের রাস্তায় মাস্ক পরেই বেরোলেন অনেকে। কেউ কেউ বললেন, মাস্ক পরাটা নিরাপদ। আবার কারও মতে মাস্ক পরার জন্য পারিপার্শ্বিক চাপটাও একটা ফ্যাক্টর।
আরও পড়ুনঃ ২০২৫ –এ দেশে ক্যান্সার আক্রান্তের সংখ্যা ছাড়াবে ১৫ লক্ষঃ আইসিএমআর
সংবাদসংস্থা রয়টার্সকে বেজিংয়ের এক বছর চব্বিশের তরুণী বললেন, “আমার মনে হয়, যে কোনও সময় মাস্কটা খুলতে পারি। কিন্তু অন্যরা সেটা এখন ভালোভাবে নেবেন কিনা দেখতে চাই। কারণ আমার মনে হয়, লোকেরা ভয় পাবে যদি আমি মাস্ক না পরি”।
উল্লেখ্য, এ নিয়ে দ্বিতীয়বার মাস্ক পরার নির্দেশিকা প্রত্যাাহার করা হল বেজিংয়ে। এর আগে, এপ্রিলের শেষের দিকে বেজিংয়ের মিউনিসিপ্যাল সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল জানিয়েছিল, বাইরে মাস্ক ছাড়াই বেরোতে পারবেন বাসিন্দারা। যদিও পরে জুন মাসে ফের সংক্রমণের জেরে আবারও মাস্ক পরার নির্দেশিকা জারি করা হয়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584