নিজস্ব সংবাদদাতা, স্পোর্টস ডেস্কঃ
একটা অধ্যায় ইয়ান বথাম, রিচার্ড হ্যাডলি ও ইমরান খান এবং কপিল দেব। এই চারজনের মধ্যে কে সেরা অলরাউন্ডার, তা নিয়ে ক্রিকেট মহলে তর্ক বরাবর। তবে কপিলদেব নিজেকে এদের থেকে সেরা সরাসরি না বললেও তিনি যে অ্যাথলিট হিসেবে এদের থেকে এগিয়ে জানাচ্ছেন হরিয়ানা হারিকেন।
ভারতের মহিলা দলের কোচ ডব্লিউ ভি রামনের সঙ্গে আলাপচারিতায় কপিল বলেন, “আমি অবশ্যই নিজেকে গ্রেটেস্ট অলরাউন্ডার বলে দাবি করছি না। তবে ওই তিন জনকে সম্মিলিত করলে যা হবে তার চেয়ে বেটার অ্যাথলিট ছিলাম।”
প্রসঙ্গত কোনো দিন রান আউট হননি কপিল। তার থেকেই বোঝা যায় তিনি কতটা ফিট। আচ্ছা বিশ্বকাপ ফাইনালে ভিভ রিচার্ডসের নেওয়া সেই সময় সেই ক্যাচ প্রমান করে কপিলের ফিটনেস কতটা ভালো ছিল। কিন্তু তাঁদের তিন জনের মধ্যে সেরা বোলার হিসেবে রিচার্ড হ্যাডলিকে বেছে নিলেন। তাঁর কম্পিউটারের মতো মস্তিস্কর জন্য।
আরও পড়ুনঃ তাঁদের বিশ্বজয়ের পেছনে রয়েছে আইপিএলঃ মরগ্যান
পাকিস্তানের বিশ্বকাপজয়ী অধিনায়ক ইমরানকে নিয়ে কপিল বলেন, “এটা বলব না যে ইমরান খান সেরা ছিল বা ওর প্রতিভা সহজাত ছিল। তবে আমার দেখা কঠোরতম পরিশ্রমী ছিল ও। যখন শুরু করেছিল তখন সাদামাটা বোলারের মতো লাগত ওকে। তার পর প্রচণ্ড পরিশ্রমী ফাস্ট বোলার হয়ে ওঠে। ও নিজেই শিখে এগিয়েছিল। তারপর ব্যাটিং নিয়েও খাটা খাটনি করল। আর অধিনায়ক হিসেবেও অসাধারণ নাহলে পাকিস্তানের দল তৈরী করে বিশ্ব কাপ জেতাতে পারে।’ তবে কে সেরা কপিল সেটা ছেড়ে দিচ্ছে তাঁদের সমর্থকদের অপর।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584