করোনার ত্রাণে অর্থ সাহায্য বেলদা কালচারাল অ্যাসোসিয়েশনের

0
38

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ

মহামারী করোনার কারণে লকডাউন পরিস্থিতিতে সরাসরি বা সোশ্যাল মিডিয়ায় মাধ্যমে নিজেদের সৃজনশীল সৃষ্টি তুলে ধরার পাশাপাশি দুঃস্থ ও অসহায় মানুষদের পাশে দাঁড়াতে অন্যান্য স্বেচ্ছাসেবী সংগঠন গুলির মতো এগিয়ে আসছে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন। এই ধারার সূত্র ধরেই এগিয়ে এসেছে পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুর মহকুমার বেলদা কালচারাল অ্যাসোসিয়েশন।

check donate | newsfront.co
নিজস্ব চিত্র

অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বুধবার দুপুরে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে অনুদান হিসেবে পনের হাজার টাকার চেক পশ্চিম মেদিনীপুর জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক অনন্যা মজুমদারের হাতে তুলে দেওয়া হয়। উপস্থিত ছিলেন সংগঠনের সহ সভাপতি অখিলবন্ধু মহাপাত্র এবং দুই যুগ্ম সম্পাদক সুদীপ্ত মাইতি ও তাপস মাইতি প্রমুখ।

আরও পড়ুনঃ ফের পুলিশের মানবিক মুখ মালদহে

উল্লেখ্য এর আগে অ্যাসোসিয়েশনের উদ্যোগে নৃত্য দিবসের দিনে বেলদা থানার শালজোড়ায় দুঃস্থ মানুষদের হাতে নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়েছিল। এছাড়া ২৫ শে বৈশাখ করোনা যোদ্ধা হিসেবে পুলিশ,প্রশাসন ও স্বাস্থ্য-প্রশাসনের আধিকারিকদের সম্মান জ্ঞাপন করা হয়। পাশাপাশি বেলদা এলাকার তিন শতাধিক দুঃস্থ মানুষকে রান্না করা খাবার বিতরণ করা হয়।

এখানে উল্লেখ্য এর আগে সদ্যজাত মেদিনীপুর ফটোগ্রাফার অ্যাসোসিয়েশন ও নবজাত মেদিনীপুর আর্টিস্ট ফোরামের উদ্যেগে পৃথক পৃথক ভাবে জেলা তথ্য সংস্কৃতি দফতরের মাধ্যমে জেলা প্রশাসনের হাতে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দশ হাজার টাকা করে অনুদান তুলে দেওয়া হয়েছিল। সাংস্কৃতিক ও সৃজনশীল সংগঠন গুলির এই ধরনের উদ্যোগ গুলিকে স্বাগত জানিয়েছে জেলা সাংস্কৃতিক আধিকারিক অনন্যা মজুমদার।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here