করোনা আক্রান্তের হদিশ মিলতেই বন্ধ দোকানপাট

0
153

নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ

গতকাল বেলদার নন্দ মার্কেট কনটেইনমেন্ট জোন ঘোষণা হওয়ার পর শুক্রবার সম্পূর্ণ বেলদা বাজার এলাকার সব দোকান প্রায় বন্ধ। দুয়েকটি দোকান খোলা থাকলেও দেখানেই ক্রেতার। নেই কোন যানজটও। যেমনটা দেখা গিয়েছিল করোনা আবহের প্রথমদিকে লকডাউন ঘোষণার পরে।

belda | newsfront.co
নিজস্ব চিত্র

যদিও করোনা, দেশে নির্মূল হওয়ার আগেই লকডাউন উঠে যায়।গৃহবন্দি মানুষেরা স্বস্তির নিঃশ্বাস ফেলে পুরোনো ছন্দে রাস্তায় বের হন। সময় কিছুটা গড়াতে নারায়ণগড় ব্লক তথা বেলদা এলাকাতে বেশ কিছু জনের করোনা পজিটিভ রিপোর্ট সামনে আসে।

পুরোনো ফর্মে শুরু হয় প্রশাসনের আবার নতুন করে কার্যক্রম। মাস্ক বিহীন লোকেদের ধরা, আক্রান্ত এলাকা গুলিতে স্যানিটাইজের ব্যবস্থা করে কনটেইনমেন্ট জোন ঘোষণা করা এবং মানুষকে সতর্কীকরণের বিভিন্ন পন্থা অবলম্বন করা।

belda market | newsfront.co
বন্ধ দোকান বাজার। নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ কলকাতায় একাধিক নতুন কোভিড হাসপাতালে বাড়ছে ৪ হাজার শয্যা, ঘোষণা মুখ্যমন্ত্রীর

যদিও প্রশাসনের বেশকিছু জন এর মধ্যে আক্রান্ত হয়েছেন। তবে বর্তমান সতর্কীকরণ হিসাবে আক্রান্তদের সংস্পর্শে আসা অন্যান্য সহকর্মীরা কোয়ারেন্টাইনে রয়েছেন।আর বেশ কিছু জন নেমেছেন রাস্তায় মানুষকে সতর্ক করতে এলাকার সুস্থতা বজায় রাখতে।

যদিও এলাকাতে গোষ্ঠী সংক্রমণ ঘটেছে কিনা এখন তা সংশয়ের বিষয়। তবে মানুষের সতর্কতা যে করোনা রোধে একমাত্র রাস্তা, তা আর একবার বুঝিয়ে দিল করোনা আবহ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here