লকডাউনে কঠোরতার মাঝেও সাউরিবাসীকে সচেতনতার গান গেয়ে মনোরঞ্জন প্রশাসনের

0
32

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ

লকডাউনের ফলে গৃহবন্দি মানুষদের করোনার সচেতনতা মূলক বার্তা বাহক গানে, মনোরঞ্জনে নামল বেলদার পুলিশ-প্রশাসন।শনিবার পশ্চিম মেদিনীপুরের বেলদা থানার উদ্যোগে বেলদাতে ও থানার অন্তর্গত জোড়াগেড়িয়া ফাঁড়ির সাউরির কোটবাড়ে বাদ্যযন্ত্র ও মাইক্রোফোন সহযোগে অন্য ভূমিকায় পুলিশদের দেখল এলাকাবাসী।

police | newsfront.co
গান গেয়ে সচেতনতা পুলিশের। নিজস্ব চিত্র

যদিও জেলার বিভিন্ন স্থানে এই কর্মসূচি ইতিমধ্যেই শুরু করে দিয়েছে জেলা পুলিশ প্রশাসন । তবে বেলদা থানা ও জোড়াগেড়িয়া ফাঁড়ির পুলিশ প্রশাসনের এই উদ্যোগ প্রথম দেখল এলাকাবাসী। প্রসঙ্গত উক্ত সাউরি এলাকায় এক করোনা সংক্রমিত ব্যক্তির খবরে পূর্ণ লকডাউন করা হয় সম্পূর্ণ এলাকা।এরপর সমস্ত দোকানপাট বন্ধ করে ড্রোন উড়িয়ে স্যানিটাইজ করা হয়।

আরও পড়ুনঃ পুলিশ হয়েও বাড়ি না ফিরে পাঁচ জনকে যেতে হলো কোয়ারেন্টাইনে

এমনকি এলাকায় ঢোকার সমস্ত রাস্তা সিল করে দেয় পুলিশ। এরপর প্রশাসনের তরফ থেকে মাইকিং করে গৃহবন্দি মানুষদের বাড়িতে খাদ্যসামগ্রী হোম ডেলিভারি দেওয়ার কথাও ঘোষণা করা হয়। এছাড়াও এলাকাবাসীদের বর্তমানে স্বাস্থ্যের দিকে নজর দিতে বাড়ি বাড়ি আশা কর্মী এবং স্বাস্থ্যকর্মীরা গিয়ে খোঁজ চালান। এমনকি কারুর কিছু অসুবিধা হলে তৎক্ষণাৎ ব্যবস্থা নিচ্ছেন তারা।

তবে ইতিমধ্যে ওই সংক্রমিত রোগীর সংস্পর্শে আসা আত্মীয়-পরিজনদের রিপোর্ট নেগেটিভ আশায়, তাদেরকে কোয়ারেন্টাইন সেন্টার থেকে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ব্লক স্বাস্থ্য আধিকারিক আশিস মণ্ডল । এর পাশাপাশি তুলনা মূলকভাবে অনেক শিথিল করা হয়েছে এলাকার বাজারগুলিকে। এমনকি খোলা থাকছে দোকানপাটও। ফলে ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে সাউরি এলাকা।

সূত্রের খবর অপরদিকে অনেকটাই সেরে উঠেছেন ওই আক্রান্ত ব্যক্তি। এদিকে লকডাউনের ফলে ওই গৃহবন্দী মানুষদের স্বাভাবিক জীবনযাত্রা ফিরিয়ে আনার জন্য যেমন অনেকটা শিথিল করা হয়েছে আইনের ,তেমনি এলাকাবাসীদের মনোরঞ্জনে এবার পুলিশের তথাকথিত বন্দুক লাঠি ছেড়ে বাদ্যযন্ত্র সহযোগে মাইক্রোফোন হাতে গান গাইতে দেখা গেল এদিন।তবে এলাকাতে সবজি বাজার সহ অন্যান্য নিত্য নৈমিত্তিক বাজার করতে পারছেন না বলে অনেকের অভিযোগ।তবে এদিন পুলিশ প্রশাসনের এই ভিন্ন রূপ দেখে খুশি সাউরিবাসী।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here