নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
লকডাউনের মাঝে অযথা বাইরে ঘোরাঘুরি আটকাতে এবার কড়া প্রদক্ষেপ নিল পশ্চিম মেদিনীপুর জেলার বেলদা পুলিশ প্রশাসন ।শনিবার রাত থেকে উক্ত থানা এলাকার বিভিন্ন স্থানে পেট্রোলিং করে লকডাউনের মাঝে অনৈতিকভাবে বাহিরে ঘোরাঘুরি করতে থাকা বহিরাগতদের ৯ জনকে আটক করে তারা।
এছাড়াও এদিন ৮ জন বাইক আরোহীকেও আটক করা হয়েছে বলে জানা গেছে। দেশ জুড়ে চলা সরকারের নিয়মকে ভেঙ্গে রাস্তায় বেরোতে দেখা যাচ্ছে একাধিক জনকে । তবে নিয়ম মেনেও অনেকে তাদের দৈনন্দিন বাজারে বেরিয়েছেন। অনিয়ন্ত্রিত লোকদেরকে পুলিশ, এর আগে লাঠি এবং পরে করতালির মাধ্যমেও শায়েস্তা করে প্রশাসন।
আরও পড়ুনঃ সঙ্কট বাঁচাতে শহরে যুব তৃণমূলের উদ্যোগে রক্তদান শিবির
এত কিছুর পরেও যখন জনগনকে ধাতস্ত করা গেল না। তখন পুলিশের রূঢ় আচরণে মানুষ অসন্তোষ প্রকাশ করে। অনেকে আবার পুলিশের অতি সক্রিয়তা বলে প্রশ্ন তুলে ধরেন।এরপর পুলিশ গান্ধীগিরির পন্থা নেয়। এবার আর কোন পন্থা নয়, সোজাসুজি আইনি পদক্ষেপ নিচ্ছেন তারা। উক্ত থানা এলাকায় এখনও কোনো করোনা সংক্রমণ রোগী ধরা পড়েনি ।
তবে যে সকল বহিরাগত লোকেরা থানা এলাকায় প্রবেশ করছেন তারা যে সংক্রমণের শিকার নয়, তা নিশ্চিত করে বলা যায় না।তাছাড়া তারা যদি অযথা বাইরে ঘোরাঘুরি করেন তাদের থেকে এলাকাতে সংক্রমণ ঘটতে পারে । তাই পুলিশের এই পদক্ষেপ বলে সূত্রের খবর ।
বিশ্বে যেভাবে এই করোনা সংক্রমণ ছড়িয়ে পড়েছে,তাতে লাফিয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যাও। সেখানে লকডাউন মেনে চললে এই সংক্রমণ থেকে অনেকটা রক্ষা পাওয়া যাবে বলে সমস্ত রাজনৈতিক দল এবং সরকারীভাবে এর প্রচার চালানো হচ্ছে ।
তবে এবার এই অনিয়ন্ত্রিত লোকেদের ঘোরাফেরা আটকাতে পুলিশের এই আইনি কড়া পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন এলাকার বিশিষ্টজনেরা ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584