ভাস্কর ঘোষ, বেলডাঙ্গা, ২৩ মার্চ : লড়ি ও বাইকের মুখোমুখি সংঘর্ষে এক দম্পতির মৃত্যু হয়েছে। ওই ঘটনায় গুরুতর জখম হয় দম্পতির ভাইজি। আশঙ্কাজনক অবস্থায় তামান্না খাতুন (১২) কে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার সকালে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের বেলডাঙা থানার মহেশপুর এলাকায় ৩৪ নম্বর জাতীয় সড়কে। পুলিশ জানিয়েছে, মৃত দম্পতির নাম খদরুল শেখ (৪২) ও সায়েদা বিবি (৩৯)। মুর্শিদাবাদের ডোমকল এলাকায় তাঁদের বাড়ি । খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে বেলডাঙ্গা থানার পুলিশ। পুলিশ ঘাতক লড়িটিকে আটক করতে সক্ষম হলেও সেটির চালক ও খালাসি পলাতক। তাদের খোঁজে তল্লাসি চালাচ্ছে বেলডাঙ্গা থানার পুলিশ। মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে বাড়ি থেকে নিজের বাইকে স্ত্রী সায়েদা ও ভাইজি তামান্নাকে সঙ্গে নিয়ে বেলডাঙায় এক আত্মীয়র বাড়িতে আসছিলেন খদুরুল শেখ। সকাল সাড়ে এগারোটা নাগাদ বেলডাঙ্গা থানার মহেশপুর এলাকায় উলটো দিক থেকে আসা একটি লড়ি নিয়ন্ত্রণ হারিয়ে তাঁর বাইকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে। ঘটনাস্থলেই সায়েদা বিবির মৃত্যু হয়। ঘটনায় খদরুল শেখ ও তমান্না খাতুন মারাত্মকভাবে জখম হলে, আশঙ্কাজনক অবস্থায় তাদের দুজনকে উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যায়। ঘন্টা খানেকের মধ্যে সেখানেই মৃত্যু হয় খদরুলের। তামান্না খাতুনের অবস্থা আশঙ্কাজনক। খবর লেখা পর্যন্ত সে ওই হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584