নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ
শমিক রায়চৌধুরীর কাহিনি ও পরিচালনায় আসছে নতুন ছবি ‘বেলাইন’। মুখ্য তিনটি চরিত্রে রয়েছেন পরাণ বন্দ্যোপাধ্যায়, শ্রেয়া ভট্টাচার্য, তথাগত।
এক ঘণ্টা সময়সীমার এই ছবির গল্প আবর্তিত হয় একটি ভুল ফোন কলকে কেন্দ্রে রেখে৷ দুটি ঘরের গল্প। গল্পে উঠে আসে দুটি ঘরের ছবি। একটি ঘরে এক বৃদ্ধ। অন্য ঘরে স্বামী-স্ত্রী। বৃদ্ধ একটি ভুল ফোন কল করে দেখতে পায় অপর পারের ঘরের চিত্র। দেখতে পায় বলতে ফোনে শুনতে পায়। আর দর্শক তার সেই শোনাটাকেই দেখতে পায়।
পরাণ বন্দ্যোপাধ্যায় যাদের ভুল করে ফোন করে ফেলে সেই দম্পতির সম্পর্ক প্রতিক্ষণে ওঠানামা করে রোলার কোস্টারের মতো। এবার তাদের সঙ্গে কীভাবে পরাণ বন্দ্যোপাধ্যায়ের চরিত্রটি জড়িয়ে যায় সেটাই দেখায়।
ছবির পরতে পরতে দর্শক নতুন সারপ্রাইজ পাবে এই ব্যাপারে আশাবাদী পরিচালক।
আরও পড়ুনঃ “সিনেমা হল বাঁচান, বাংলা সিনেমা বাঁচান”— আবেদনে হুঙ্কার অভিনেত্রীর
শ্রেয়া নাট্যদল ‘নান্দিকার’-এর সঙ্গে জড়িত। টিভি সিরিজ ‘ব্যোমকেশ’, ‘কৃশানু কৃশানু’, ‘সাঁঝবাতি’ এমনকী বড় পর্দায় ‘জ্যেষ্ঠপুত্র’-তে ঋত্বিক চক্রবর্তীর স্ত্রী’র চরিত্রে অভিনয় করেছেন।
আরও পড়ুনঃ “আমি এখন বিয়ে করছি না, আর প্রতিবেদন করবেন না”– ঋতাভরী চক্রবর্তী
এই ছবির ডিওপি সুপ্রিয় দত্ত। সম্পাদনায় সংলাপ ভৌমিক। আর্ট ডিরেক্টর তপন শেঠ। ওটিটি প্ল্যাটফর্মে আসবে এই ছবি। কিন্তু কোন ওটিটি-তে তার নাম জানা যায়নি এখনও।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584