করোনা বিধি মেনে ভক্তদের জন্য খুলল বেলুড় মঠের দরজা

0
73

মোহনা বিশ্বাস, ওয়েব ডেস্ক :

ছবি সৌজন্যে: দ্য টেলিগ্রাফ

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটল। বুধবার ভক্তদের জন্য কোভিড বিধি মেনে খুলল বেলুড় মঠের দরজা। বুধবার সকাল ৮টা নাগাদ খুলে দেওয়া হল বেলুড় মঠের প্রবেশদ্বার।আজ থেকেই সকাল ৮টা থেকে বেলা ১১টা ও বিকেল ৪টে থেকে পৌনে ৬টা পর্যন্ত সাধারণ ভক্তদের জন্য খোলা থাকবে মঠের দরজা। তবে বেলুড় মঠে প্রবেশ করতে হলে দর্শনার্থীদের মানতে হবে কঠোর বিধিনিষেধ। মঠে প্রবেশ করতে পারবেন না করোনা পজিটিভ ও করোনার দুটো ডোজ না নেওয়া ভক্তরা। যে সকল দর্শনার্থী মঠে প্রবেশ করবেন, তাঁদের সঙ্গে করে রাখতে হবে কোভিড ভ্যাক্সিনের দুটি ডোজ নেওয়ার শংসাপত্র অথবা ৭২ ঘন্টার মধ্যে কোভিড পরীক্ষার রিপোর্ট দেখাতে হবে। শুধু তাই নয়, বেলুড় মঠে প্রবেশ করতে গেলে সঙ্গে রাখতে হবে আধার, প্যান বা ভোটার কার্ডের মতো নিজের কোনও একটি পরিচয়পত্র। মঠে প্রবেশ করে মানতে হবে সোশ্যাল ডিস্ট্যান্সিং, ব্যবহার করতে হবে স্যানিটাইজার, পরতে হবে মাস্ক।

আজ, বুধবার থেকে বেলুড় মঠ খুললেও মূল মন্দির, রামকৃষ্ণদেবের মন্দিরে বসতে পারবেন না দর্শনার্থীরা। ষাটাঙ্গে প্রণাম করতে পারবেন না ভক্তকূল এমনকি প্রেসিডেন্ট মহারাজের সঙ্গেও দেখা করতে পারবেন না বেলুড় মঠে আসা দর্শনার্থীরা।

প্রসঙ্গত, গত ২৪ জুলাই গুরুপূর্ণিমা উপলক্ষে একদিন ভক্তদের জন্য করোনা বিধিনিষেধ মেনে খোলা হয়েছিল বেলুড় মঠের দরজা। এদিন সারদা মা, রামকৃষ্ণদেব ও বিবেকানন্দের বাণীও পাঠ করা হয় মঠে। খাওয়া দাওয়া ও নানান রীতি হলেও সব অনুষ্ঠানে ভক্তদের অংশগ্রহণে নিষেধাজ্ঞা ছিল। গুরুপূর্ণিমায় মঠের দরজা খুললেও গুরুদের দর্শন পায়নি ভক্তরা। করোনার বিধিনিষেধ থাকায় সেদিন প্রেসিডেন্ট মহারাজ ও ভাইস প্রেসিডেন্ট মহারাজের সঙ্গে দেখাও হয়নি ভক্তদের। আজ, বুধবার থেকে আবারও করোনা বিধি মেনে ভক্তদের জন্য খুলে গেল বেলুড় মঠের প্রবেশদ্বার। তবে এবারও মানতে হবে করোনার কঠোর বিধিনিষেধ। হতে হবে করোনা নেগেটিভ। থাকতে হবে করোনা টিকার শংসাপত্র।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here