ঐতিহ্যের কাটছাঁটঃ সমাবর্তনের চেয়ে বেশী গুরুত্ব পাচ্ছে ভারত বাংলাদেশ দ্বিপাক্ষিক বৈঠক

0
61

পিয়ালী দাস,বীরভূমঃ   বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক বেশি গুরুত্ব পাচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তরফে ৷ তবে শান্তিনিকেতনে সমাবর্তন ও বাংলাদেশ ভবনের অনুষ্ঠানে হাজির থাকছেন তিনি ৷ কিন্তু হাতে সময় কম ৷ তাই সমাবর্তন অনুষ্ঠানে হল কিছু কাটছাঁট ৷ বরং শেখ হাসিনার সঙ্গে দ্বিপাক্ষিক একান্ত বৈঠকের সময় বাড়িয়ে দিলেন নরেন্দ্র মোদি ৷


আর প্রধানমন্ত্রী সচিবালয়ের অনুরোধেই বিশ্বভারতীর সমাবর্তন থেকে এ বছরের মতো বাদ গেল দেশিকোত্তম, অবনগগন ও রথীন্দ্র পুরস্কার বিতরণ কর্মসূচি ৷

কারণ, দুই অনুষ্ঠান শেষে রথীন্দ্র সভাগৃহে একান্তে বঙ্গবন্ধু-কন্যার সঙ্গে দুই দেশের নানা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনাকে বিশেষ গুরুত্ব দিতে চাইছেন ভারতের প্রধানমন্ত্রী। দেশের সংসদ নির্বাচনের আগে শেষবার ভারত সফরে একান্ত বৈঠকে তিস্তার জলবণ্টন, সীমান্ত বাণিজ্য, রোহিঙ্গা-প্রত্যাবর্তন ও জঙ্গি দমনের মতো গুরুত্বপূর্ণ ইস্যুতে মোদির পূর্ণ সমর্থন চাইতে পারেন বঙ্গবন্ধু-কন্যা। উলটোদিকে চিনের দিকে ‘ঝুঁকে’ যাওয়া বাংলাদেশকে পুরোপুরি নিজেদের কবজায় নিয়ে আসতে এই একান্ত বৈঠকটিকে বিশেষ গুরুত্ব দিচ্ছেন মোদি।

ফিচার ছবি সংগৃহীত।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here