কেলেঘাই ও বাঘুই পাড়ের মিঠা ভাষা চর্চা কমিটির বিশেষ সভা

0
65

নিজস্ব সংবাদদাতা,খাকুড়দাঃ

মঙ্গলবার দাঁতন- ২  ব্লকের বাঘুই খালের নিকটবর্তী  খাকুড়দার ভগবতী দেবী শিক্ষা প্রতিষ্ঠানে কেলেঘাই ও বাঘুই পাড়ের মিঠা ভাষা চর্চা কমিটির  একটি বিশেষ সভা ও অভিমুখীকরণ কর্মসূচি  অনুষ্ঠিত হয় l সভার শুরুর আগে প্রতিষ্ঠানের অবস্থিত ভগবতী দেবীর আবক্ষ মূর্তি ও প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। আঞ্চলিক ভাষাকে বাঁচিয়ে রাখলেই বাংলা ভাষার ভান্ডার গড়ে উঠবে- এই বিশেষ কথাগুলো আলোচনা সভায় উঠে আসে। প্রতিষ্ঠানের পড়ুয়াদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে  আঞ্চলিক ভাষা সম্পর্কে  আগ্রহী করে তোলা হয়। হারিয়ে যেতে বসা আঞ্চলিক ভাষা সম্পর্কে তাদের মতামত ব্যক্ত করে। পাশাপাশি  প্রতিষ্ঠানের অধ্যক্ষের হাতে কমিটির মুখপত্র ‘ছামুদুয়ার’ পত্রিকা দ্বিতীয় সংখ্যা তুলে দেওয়া হয়। আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপদেষ্টা বিশিষ্ট লোকসংস্কৃতি গবেষক ও লেখক ড۔ মধুপ  দে , সংস্থার  সভাপতি ও নাট্য ব্যক্তিত্ব – অবসরপ্রাপ্ত শিক্ষক  যুগজিৎ নন্দ , অধ্যক্ষ ড.সিদ্ধার্থ শংকর মিশ্র , সংস্থার কার্যকরী সভাপতি অমিত কুমার সাহু ,সহ- সভাপতি সুব্রত মহাপাত্র , সুদীপ কুমার খাঁড়া ও  অখিলবন্ধু মহাপাত্র , সম্পাদক নরসিংহ দাস , সহ সম্পাদক মণিকাঞ্চন রায় , বিশ্বসিন্ধু দে , সুমিত্রা সাউগিরি,সদস্যা রূম্পা মন্ডন,রিনিকা দে  প্রমুখ l

নিজস্ব চিত্র

নেতৃত্বের পক্ষ থেকে জানানো হয় এই ভাষাকে রক্ষা করার স্বার্থে ভবিষ্যতে এইরূপ অভিমুখীকরণ কর্মসূচি ও সভা আরো বেশী বেশী করে সংগঠিত করা হবে l এ দিনের সভা সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান সংস্থার সম্পাদক নরসিংহ দাস।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here