নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ
করোনার কবলে গোটা বিশ্ব। সংক্রমিতের সংখ্যা ক্রমশ বাড়ছে। বাড়ছে মৃতের সংখ্যাও। পশ্চিমবঙ্গও মুক্তি পায়নি করোনার হাত থেকে। কোভিড পরিস্থিতি বাড়াবাড়ি হতেই পশ্চিমবঙ্গ জুড়ে বন্ধ হতে শুরু করেছে একের পর এক মন্দির ও মঠ। সংক্রমণ ছড়ানোর আশঙ্কায় বন্ধ হয়েছে তারাপীঠ ও তারকেশ্বর মন্দির। রবিবার থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ হচ্ছে বেলুড় মঠও।
করোনা আবহের মধ্যেই রাজ্য সরকারের নির্দেশিকা মেনে জুনের শুরু থেকে পশ্চিমবঙ্গে খুলতে শুরু করে মন্দির ও মঠগুলি। এরই মধ্যে বাড়তে শুরু করে সংক্রমণ। যার জেরে শনিবার থেকে বন্ধ করে দেওয়া হয়েছে তারকেশ্বর ও তারাপীঠ মন্দির। রবিবার থেকে বন্ধ হতে চলেছে বেলুড় মঠ।
আরও পড়ুনঃ ৭ আগস্ট রাজ্য জয়েন্টের ফল প্রকাশিত হবেঃ পার্থ চট্টোপাধ্যায়
গত ১৫ জুলাই কড়া নিরাপত্তার মধ্যে বেলুড় মঠের দরজা খোলে। প্রবশ দ্বারে ছিল থার্মাল স্ক্যানিংয়ের ব্যবস্থা। মূল মন্দির ও সমাধি মন্দিরগুলি ছাড়া কোনও জায়গায় যেতে দেওয়া হচ্ছিল না ভক্তদের। সোশ্যাল ডিসট্যান্সিংয়ের কথা মাথায় রেখে মঠ চত্বরে থার্মাল স্ক্যানিং করে ১০ জন করে ঢুকতে দেওয়া হয়েছিল।
আরও পড়ুনঃ নয়া মেশিনের সাহায্যে দিনে ২ হাজার করোনা পরীক্ষা, ২৪ ঘন্টায় রিপোর্ট!
কিন্তু রবিবার থেকে বেলুড় মঠ বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে মঠ কর্তৃপক্ষ। রামকৃষ্ণ মঠ ও মিশনের সাধারণ সম্পাদক স্বামী সুবীরানন্দ জানান, মঠ সংলগ্ন এলাকায় করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে অনির্দিষ্ট কালের জন্য বন্ধ থাকবে বেলুড় মঠ। পরবর্তী ঘোষণা না হওয়া পর্যন্ত বন্ধ থাকবে মঠ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584