নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ
মালদহ ও জলপাইগুড়ির পর এবার রায়গঞ্জ রামকৃষ্ণ আশ্রমকে অধিগ্রহণ করল বেলুড় মঠ। বেশ কয়েক বছর ধরে আশ্রম কর্তৃপক্ষ চেষ্টা চালিয়ে আসছিলেন যাতে আশ্রমটি বেলুড় মঠের অধিগ্রহণ করে। অবশেষে সেই আশা পূরণ হওয়ায় খুশি আশ্রমের ভক্ত থেকে সাধারণ মানুষ।
আশ্রম সূত্রে জানা গিয়েছে, ১৯৪৮ সালের শুরুতে অবিভক্ত দিনাজপুর আশ্রমের স্বামীজী গদাধরনন্দ মহারাজ রায়গঞ্জে এসেছিলেন। সেই সময় দিনাজপুরের মহারাজা জগদীশ নাথ রায়বাহাদুর তাঁকে রামকৃষ্ণ মঠ মিশনের জন্য উকিলপাড়ার জমিটি দান করেন। সেসময়ে আশ্রম পরিচালনার জন্য একটি ট্রাস্টি বোর্ড গঠিত হয়।
আরও পড়ুনঃ করোনা জয়ী ছাত্রীকে সংবর্ধনা জানালেন পুর কাউন্সিলর
সেই বোর্ড স্থানীয় ভাবে এই আশ্রম পরিচালনা করত। উত্তর দিনাজপুরে বেলুড় মঠের শাখা খোলার জন্য রামকৃষ্ণ মিশনের প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্টের কাছে বহুবার আবেদন করা হয়েছিল। এই লকডাউনের মধ্যে জুন মাসেই বেলুড় মঠ সিদ্ধান্ত নিয়েছে আশ্রমটি অধিগ্রহণের।
আরও পড়ুনঃ ঝাড়গ্রামে তৈরি হচ্ছে ৭৫ বেডের করোনা হাসপাতাল
এর ফলে রায়গঞ্জ রামকৃষ্ণ আশ্রম আগামীদিনে রামকৃষ্ণ মিশন রায়গঞ্জ বলেই পরিচিত হবে। খুব তাড়াতাড়ি বেলুড় মঠ থেকে সন্ন্যাসীরা এসে তাদের দায়িত্ব বুঝে নেবেন। এই আশ্রমের দান করা জমিতে আশ্রমের নামে একটি উচ্চ মাধ্যমিক স্কুল থাকলেও সেটি রাজ্য সরকারের অধীনে। সেই স্কুল নিয়ে এখনও কোন সিদ্ধান্ত নেয়নি বেলুড় মঠ কর্তৃপক্ষ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584