উজ্জ্বল দত্ত,কলকাতাঃ
শাহর রাজ্য সফরের পরপরই তড়িঘড়ি দিল্লি উড়ে গেলেন দিলীপ ঘোষ, মুকুল রায়রা। বঙ্গ বিজেপি নেতাদের এই দিল্লি সফর ঘিরে বাড়ছে জল্পনা। যদিও রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জানিয়েছেন, “দিল্লিতে দলের রূপরেখা তৈরি করতে সাংগঠনিক বৈঠক ডেকেছেন সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা।“
তাঁর তলব পেয়েই রাজ্য বিজেপি নেতাদের এই দিল্লি সফর। সেখানে দু’হাজার একুশের আগে রাজ্যের সাংগঠনিক অবস্থা নিয়ে আলোচনা হতে পারে বলে জানা গেছে। এছাড়াও দশ তৃণমূল বিধায়কের যোগদান নিয়েও সিদ্ধান্ত হতে পারে বলে সূত্রের খবর। রাজ্যে অমিত শাহ রাজনৈতিক সফরে এসে তৃণমূলের এক মন্ত্রী ও দশ বিধায়কদের বিজেপিতে যোগদান নিয়ে সরাসরি ফোনে কথাবার্তা হয়েছে বলে খবর।
আজ (সোমবার)সকালে দিল্লির উদ্দেশে রওনা দেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। গতকাল(রবিবার) রাতেই দিল্লি পৌঁছেছেন মুকুল রায় ও সাধারণ সম্পাদক(সংগঠন) অমিতাভ চক্রবর্তী। নাড্ডার তলবে দিল্লিতে দিলীপ-মুকুল। বিজেপি সূত্রে খবর, রাজ্যের যে মন্ত্রী দলে যোগ দিতে চাইছেন, দিল্লিতে দলের সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার হাত ধরেই তাঁর যোগদানের কথা। তিনি যে শর্ত দিয়েছেন তা নাকি মেনেও নিয়েছেন অমিত শাহ। আর সেই বিষয়েই চূড়ান্ত সিদ্ধান্ত নিতে আজ দিল্লিতে রাজ্য বিজেপি নেতৃত্বেকে তলব করা হয়েছে বলে সূত্রের খবর।
আরও পড়ুনঃ রাজনৈতিক দড়ি টানাটানিতে ভাবিত নন বাঁকুড়ার অমিত-সঙ্গী বিভীষণ
আজ দিল্লি যাওয়ার সময় দিলীপবাবু বলেন, “আপনারা জানেন অমিত শাহ বাংলায় এসেছিলেন। তিনি আসাতে রাজনৈতিক মহলে বড় ধামাকা হয়ে গেছে। স্বাভাবিকভাবেই নতুন পরিস্থিতিতে আগামী নির্বাচনের প্রস্তুতি এবং রূপরেখা তৈরি করার জন্যই সাংগঠনিক বৈঠক ডেকেছেন। তৃণমূলের নিজেদের মধ্যে অনেক সমস্যা। সেই সব সমাধানের চেষ্টা করুক। আমরা বাংলার সাধারণ মানুষের সমস্যা সমাধানের চেষ্টা করব। “
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584