নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ
রাজ্য সরকারের কর্মসূচি ‘দুয়ারে সরকার’ চলছে এখন রাজ্য জুড়ে। বিজেপির বক্তব্য এটি তৃণমূলের রাজনৈতিক তথ্য সংগ্রহের কর্মসূচি। তাই এবার বাড়ি বাড়ি জনসংযোগ করতে নতুন কর্মসূচি নিল গেরুয়া বাহিনী। “আমার বুথ সবচেয়ে মজবুত”, অভিনব এই কর্মসূচিতে বুথ সভাপতির বাড়ির সামনে বসবে দলের সরবরাহ করা ‘নেম প্লেট’। বাড়ি বাড়ি সাঁটাতে হবে “আমার বুথ সবচেয়ে মজবুত” লেখা স্টিকার।
শুক্রবার এই নয়া কর্মসূচির সূচনা করেন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। কর্মসূচিতে বুথ সভাপতির বাড়িতে বসবে ‘নেম প্লেট’। উপরে লেখা থাকবে বুথ সভাপতি, মাঝে বুথ সভাপতির নাম, তার নিচে লেখা থাকবে ভারতীয় জনতা পার্টি।
রাজ্যে দলের সমস্ত বুথ সভাপতির বাড়িতে টাঙাতে হবে দলীয় পতাকা। সেই পতাকাও দলই দেবে। কর্মীদের সংগ্রহ করে পতাকা টাঙাতে হবে। বুথের বাড়ি বাড়ি জনসংযোগের সময় গলায় পদ্মফুল মার্কা পাট্টা ঝোলাতে হবে বুথ সভাপতিকে। সর্বোপরি তাঁকে একটি ডায়েরি দেওয়া হবে দল থেকে, সেই ডায়েরিতে এই কর্মসূচির সমস্ত তথ্য নথিভুক্ত রাখতে হবে।
আরও পড়ুনঃ অনড় কেন্দ্র, দাবি আদায়ে প্রতিজ্ঞাবদ্ধ কৃষকরা আন্দোলনের পথ ঠিক করতে বৈঠকে
রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, “দল এরাজ্যে সমস্ত বুথে পৌঁছে গিয়েছে। বেশির ভাগ বুথে কমিটি হয়ে গিয়েছে। পঞ্চায়েত ও লোকসভা ভোটে সাফল্য পেয়েছি, তার পিছনে বুথ কর্মীদের অবদান অনস্বীকার্য। নতুন কর্মসূচিতে বুথের প্রত্যেকটি বাড়িতে গিয়ে বিজেপি কর্মীদের কথা বলতে হবে।
এখানকার সরকারের অপশাসন, অত্যাচার, দুর্নীতি, হিংসা, মহিলাদের উপর অসম্মান সম্পর্কে অবগত করবেন কর্মীরা। সফল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৬ বছরের কাজ মানুষের কাছে তুলে ধরা। কেন্দ্রীয় সরকারের বহু প্রচলিত প্রকল্প থেকে বাংলার মানুষ বঞ্চিত। বিজেপি সরকার এলে বাংলার মানুষ কতটা লাভবান হবেন তা বোঝাতে হবে।“
তাঁর দাবি, “রাজ্যের ৭৮ হাজার বুথে কর্মীরা পৌঁছাবে। ভোটার লিস্টে কারও নাম ওঠানো বা অন্য কোনও বিষয়ও বুথ কর্মীরা নজর রাখবে।“ ২০২১ এর বিধানসভা নির্বাচনকে সামনে রেখে একের পর কর্মসূচি নিয়ে চলেছে তৃণমূল ও বিজেপি।জনসংযোগে কোনও খামতি রাখতে চায় না কেউই।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584