একাধিক দাবিতে শিক্ষক ঐক্য মুক্তমঞ্চের ডেপুটেশন সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রীকে

0
65

সিমা পুরকাইত, দক্ষিণ ২৪ পরগনাঃ

Protesting | newsfront.co
নিজস্ব চিত্র

মাদ্রাসাগুলির সরকারি অনুমোদন, সমকাজে সমবেতন সহ একাধিক দাবি নিয়ে এদিন উস্থিহাইস্কুল মাঠ থেকে মিছিল করে রাজ্যের সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রী গিয়াস উদ্দিন মোল্লা সাহেবের বাড়িতে গিয়ে এক ডেপুটেশন জমা দেওয়া হয়।

Procession | newsfront.co
নিজস্ব চিত্র

এদিনের এই মিছিলে উপস্থিত ছিলেন শিক্ষক ঐক্য মুক্তমঞ্চের সম্পাদক মহিদুল ইসলাম সহ জেলার অন্যান্য নেতৃত্বরা। মূলত বাঁকুড়া, মালদা কোচবিহার, ঝাড়গ্রাম সহ একাধিক জেলার মাদ্রাসা শিক্ষক সংগঠনের শিক্ষকেরা যোগদান করে এই মিছিলে।

Protest | newsfront.co
নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ উত্তপ্ত হেস্টিংস! সাংসদের গাড়ি ঘিরে বিক্ষোভ তৃণমূলের

মূলত এই মিছিল উস্থি থানার সামনে যেতেই মন্ত্রী সাহেব কে বাইরে আসতে হবে এবং তাদের ন্যায্য দাবি মানতে হবে এমনই দাবি নিয়ে আন্দোলন করতে থাকেন তারা। সমর্থনকারীরা মন্ত্রী গিয়াস উদ্দিন মোল্লার বাড়ির সামনে বসে বিক্ষোভ দেখাতে থাকে। এর ফলে বেশ কিছুক্ষণ যানজটে অবরুদ্ধ হয়ে পড়ে উস্থি রোড। এরপরে থানার আইসি বিক্ষোভকারীদের আশ্বস্ত করলে অবরোধ তুলে নেয় তারা।

Deputation submit | newsfront.co
নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ করোনা বিধি মেনেই কার্যত জমজমাট সমুদ্র সৈকত দীঘা

তবে এই বিষয়ে শিক্ষক ঐক্য মুক্তমঞ্চের সম্পাদক মনিরুল ইসলাম জানান, পশ্চিমবঙ্গ অনুমোদনহীন মাদ্রাসা শিক্ষক শিক্ষা কর্মী কল্যাণ সমিতির পক্ষ থেকে আজ মন্ত্রী সাহেব কে একটি ডেপুটেশন দেওয়া হল। এই ডেপুটেশন যদি গ্রহণ না করা হয় আগামী ১১ই জানুয়ারি বৃহত্তর নবান্ন অভিযানের ডাক দেওয়া হবে সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রীর বাড়ির সামনে থেকে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here