সুদীপ পাল, পূর্ব বর্ধমানঃ
করোনাভাইরাস সংক্রমণ আটকাতে কেন্দ্র এবং রাজ্য সরকার লকডাউন ঘোষণা করেছে। কিন্তু ওষুধ কেনার নাম করে লকডাউনের মধ্যে রাস্তায় বেরিয়ে পড়ছেন গুসকরার বাসিন্দাদের একাংশ। পুলিশ প্রশাসনের কর্তারা দাবি করছেন, গত কয়েকদিন ধরে রাস্তায় বেরোনো লোকজনকে আটকানো হলে তাঁদের মধ্যে অনেকেই প্রেসক্রিপশন দেখিয়ে দাবি করছেন ওষুধ কিনতে বেরিয়েছেন। সেই বেরোনোতে রাশ টানতে এবার উদ্যোগী হল ওষুধ বিক্রেতাদের সংগঠন ‘বেঙ্গল কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশন’।
গুসকরার বাসিন্দাদের বাড়িতে ওষুধ পৌঁছে দিতে উদ্যোগী হচ্ছেন ওষুধ বিক্রেতারা। সংগঠনের লিফলেট বিলি করে এলাকাবাসীকে একথা জানানো হয়েছে। নানা ওষুধের দোকানের মাধ্যমে প্রচার চালানো হচ্ছে।
আরও পড়ুনঃ ‘ওয়ার্ক টু ট্রী-‘র সাক্ষী এবার দক্ষিণের জেলা বাঁকুড়া
সংগঠনের গুসকরা শাখার সম্পাদক সঞ্জয় বন্দ্যোপাধ্যায় বলেন, ‘বাইরে বেরিয়ে ওষুধ কেনার অজুহাত অনেকেই দিচ্ছেন। তাই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আপাতত শুধু গুসকরা পুরসভা এলাকায় এই পরিষেবা দেওয়া হবে।’
নির্দিষ্ট নম্বরে ফোন করে কি কি ওষুধ লাগবে তা জানালে ওষুধ পৌঁছে যাবে বাড়িতে। গুসকরার বাসিন্দাদের একাংশ মনে করছেন, এই ব্যবস্থার ফলে যাঁরা শুধুমাত্র ওষুধ কেনার অজুহাত দিয়ে রাস্তায় বেরোতেন আর বের হতে পারবেন না। ফলে ভিড় অনেকটাই কমবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584