মোহনা বিশ্বাস, ওয়েব ডেস্কঃ
দিল্লি সফরে গিয়ে আজ মঙ্গলবার বিকেল ৪ টের সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে মিনিট ২৫-এর বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর বেরিয়ে এসে মুখোমুখি হন সংবাদ মাধ্যমের। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় জানালেন, দু’বছর পর দিল্লি সফরে গেছেন তিনি। প্রধানমন্ত্রী যেদিন কলাইকুন্ডায় গেছিলেন সেদিন দেখা হয়নি। তাই এখন সৌজন্য সাক্ষাৎ হল। নির্বাচনের পর প্রোটোকল মেনে দেখা করেছেন। সেইসঙ্গে করোনার বিষয়ে আলোচনা করেছেন।
সংক্ষিপ্ত এই বৈঠকে প্রধানমন্ত্রীর কাছে মূলত দুটি দাবি জানিয়েছেন তিনি। প্রথমত, রাজ্যে আরও বেশি করোনা টিকার প্রয়োজন। তাই টিকা সরবরাহ বৃদ্ধির আবেদন জানিয়েছেন তিনি। দ্বিতীয়ত, রাজ্যের নাম পশ্চিমবঙ্গ থেকে ‘বাংলা’য় পরিবর্তনের বিষয়টি দেখতে বলেছেন তিনি।
মঙ্গলবার দিল্লিতে প্রধানমন্ত্রীর বাসভবনে মোদীর সঙ্গে মমতার বৈঠক হয়। প্রসঙ্গত, ভোটের পরে প্রধানমন্ত্রীর সঙ্গে এই প্রথম বৈঠক হল পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর। এই বৈঠক ঘিরে কিছুদিন ধরেই তুমুল জল্পনা চলছিল দেশের রাজনৈতিক মহলে। এদিন সব জল্পনার অবসান ঘটিয়ে প্রায় দেড় বছর পর মুখোমুখি বৈঠকে বসেছিলেন মোদী ও মমতা। সকাল থেকে এই বৈঠকের দিকেই নজর ছিল রাজনৈতিক মহলের।
আরও পড়ুনঃ করোনায় অনাথ মাত্র ২৭ শিশু! বিশ্বাসযোগ্য নয়, রাজ্যের আইনজীবীকে তীব্র ভর্ৎসনা সুপ্রীম কোর্টের
বৈঠক শেষ হতেই মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “তৃতীয়বারের জন্য ক্ষমতায় এসেছে আমাদের সরকার। তারপর থেকেই প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার সময় চেয়েছিলাম। আজকে এটা সম্পূর্ণভাবে সৌজন্য সাক্ষাৎ ছিল। নির্বাচনের পর দেখা করাটা সাংবিধানিক বাধ্যকতা। এই বৈঠকে করোনা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। মমতা বলেন, “আজকের বৈঠকে আমি কোভিড নিয়ে আলোচনা করেছি। যা টিকা রাজ্য পেয়েছে তার থেকে আমাদের চাহিদা আরেকটু বেশি। প্রত্যেক রাজ্যই পাক, তাতে আমাদের কোনও অসুবিধা নেই। কিন্তু আমাদের রাজ্যের জনসংখ্যার অনুপাতে কম টিকা এসেছে।”
আরও পড়ুনঃ স্পাইওয়্যারে ফোনে আড়িপাতা বিষয়ে তদন্তের দাবিতে সুপ্রীম কোর্টের দ্বারস্থ দুই বর্ষীয়ান সাংবাদিক
প্রধানমন্ত্রীর কাছে মুখ্যমন্ত্রী দ্বিতীয় যে আর্জি রেখেছেন, তা হল পশ্চিমবঙ্গের নাম পরিবর্তনের বিষয়টি যেন কেন্দ্রীয় সরকার বিচার করে। মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায়, “অনেকদিন হয়ে গেল। এবার দয়া করে আপনি আমাদের রাজ্যের নামটা পরিবর্তন করার ব্যবস্থা করুন।” এদিন প্রধানমন্ত্রী তাঁর সমস্ত আবেদন শুনেছেন বলেই এ দিন দাবি করেন মুখ্যমন্ত্রী। এ বিষয়ে প্রধানমন্ত্রী কী সিদ্ধান্ত নেন, এখন সেদিকেই তাকিয়ে গোটা পশ্চিমবঙ্গ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584